বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬
প্রথম পাতা » বিবিধ | শিরোনাম | সর্বশেষ » কক্সবাজারে আইপিএম কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত
কক্সবাজারে আইপিএম কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত
লালমোহন বিডিনিউজ : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও কক্সবাজার এডিপি-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ১২০ জন কৃষক-কৃষানীদের নিয়ে বেগুন চাষাবাদের উপর আইপিএম কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩০ মার্চ, ১৬ খুরুশকুল ইউনিয়নের ঘোনাপাড়া এলাকায় অনুষ্ঠিতব্য মাঠ দিবসে সাবেক খুরুশকুল ইউপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জনাব আব্দুর মাবুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কক্্রবাজার জেলার উপ পরিচালক- এ কে এম শাহরীয়ার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর সদর উপজেলার কৃষি অফিসার এনায়েত ই রাব্বি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আব্দুর রহিম, কক্সবাজার এডিপি- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কৃষি অফিসার মানিক লাল সরকার, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক জনাব জসীম উদ্দিন ও কাজী দিদারুল আলম।
আলোচনায় বক্তাগন তাদের বক্তব্যে বলেন, বিচার বিশ্লেষন করে ফসল চাষ করলে অধিক ফসল উৎপাদনের মাধ্যমে অধিক লাভের সুযোগ বাড়বে এবং পাশাপাশি পরিশ্রম অনেকাংশে কমে আসবে। কৃষকরা যদি শস্যপঞ্জী মেনে চলে তাহলে জমির সর্ব্বোচ্চ ব্যবহার হবে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
দীর্ঘ ১৪ সপ্তাহের প্রশিক্ষণ শেষে বেগুন চাষ প্রদর্শনীর মাধ্যমে আইপিএম মাঠ দিবসে প্রদর্শনী প্লটের উল্লেখযোগ্য দিক হল উন্নত বীজ ব্যবহার ও আধুনিক চাষাবাদ পদ্ধতির উপর, জৈব বালাইনাশক তৈরী ও ব্যবহার, লাইনে বেগুনের চারা রোপন, বেগুন চাষের সাথে একই সাথে মাছ চাষ, জমির আইলে অন্যান্য সব্জি চাষ, জমিতে ডাল পোতা যাতে পাখি ক্ষতিকর পোকা মাকড় ধরে খেতে পারে, আলোক ফাঁদের ব্যবহার যাতে ক্ষতিকর পোকা মাকড় ফাঁদে পড়ে মারা যেতে পারে, সেক্্র ফেরোমেন ফাঁদের ব্যবহার, হাত জালের ব্যবহার ক্ষতিকর পোকা ধরার জন্য, জমির আইলে খড় বিছিয়ে দেয়া যাতে করে উপকারী পোকার আশ্রয়স্থল ও বাঁশের বুস্টারে উপকারী বোলতা পোকা প্রতিপালন এতে উপকারী পোকা ক্ষতিকর পোকা ধরে খেতে পারে।
পরিশেষে ২৫ জন আইপিএম কৃষকদের মাঝে অতিথিবৃন্দ সনদপত্র ও পুরস্কার বিতরন করেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মো: সাইফুল উসলাম।