বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন বদরপুর ইউনিয়নের ১নং কেন্দ্রে ফিজাইডিং অফিসার কেরামতী
লালমোহন বদরপুর ইউনিয়নের ১নং কেন্দ্রে ফিজাইডিং অফিসার কেরামতী
লালমোহন বিডিনিউজ শান্ত সাহা : লালমোহন বদরপুর ইউনিয়নের বর্তমান নির্বাচন চলাকালীন পরিস্থিতি সরজমিন পর্যাবেক্ষনে দেখা যায় ও প্রার্থীদের অভিযোগ মতে দাইত্বপ্রাপ্ত ফিজাইডিং প্রাইমারী শিক্ষা আশ্রাফ উদ্দিন জাল ভোট দেখেই যেন না দেখার বান করছে। সংবাদকর্মীদের সামনে একাধীক প্রার্থী তালা মার্কায় জাল ভোট দেয়ার সময় ভুয়া মহিলা ভোটারদের হাতেনাতে আটক করলেও ঐ কেন্দ্রে দায়িত্বরত ফিজাইডিং অফিসার রফিকুল ইসলাম নানান অজুহাতে তাদের ছেড়ে দেন। অপরদিকে ফারুক হাওলাদার ( ফুটবল মার্কা ) , কাবিল খাঁ ( মোরগ মার্কা), ও হিরন খাঁ ( টিউবয়েল মার্কা) সংবাদকর্মীদের বলেন “ ভাই নির্বাচন আছে নাকি”মাল খায়া ফিজাইডিং অফিসার চুপ করিয়া রয়িছে”।