রবিবার, ৩ মে ২০১৫
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | শিরোনাম | সর্বশেষ » আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
লালমোহন বিডি নিউজ ডেস্ক: ১৯৯৩ সাল থেকে ‘৩ মে’ পালিত হচ্ছে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’। ১৯৯১ সালে নামিবিয়ার উইন্ডহকে অনুষ্ঠিত ‘ডিকারেশন অন প্রমোটিং ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড প্লুরালিস্টিক মিডিয়া’ শীর্ষক সেমিনারের উপর ভিত্তি করে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১৯৯৩ সালের ডিসেম্বরে এ দিবসটি প্রতিষ্ঠিত হয়।
মূল লক্ষ্য ছিল, বিশ্বব্যাপী স্বাধীন, অবাধ ও বহুমাত্রিক শক্তিশালী গণমাধ্যম ও তথ্য ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রের অগ্রগতি ও সার্বিক অর্থনৈতিক উন্নয়ন সুনিশ্চিত করা।
বরিশালে বিআরইউ’র কর্মসূচী
দিবসটি উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটি সকাল ১০ টায় র্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে। র্যালীটি অশ্বিনী কুমার হল চত্ত্বরে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের কার্যালয়ে শেষ হবে।
র্যালী শেষে সংগঠনের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।