রবিবার, ২৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ধর্ষন মামলার আসামী প্রকাশ্যে ঘুরলেও পুলিশ ধরতে পারছেনা !
লালমোহনে ধর্ষন মামলার আসামী প্রকাশ্যে ঘুরলেও পুলিশ ধরতে পারছেনা !
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে নাজমা (৮) নামের এক শিশু ধর্ষনের শিকার ও ধর্ষন মামলার আসামী ধরতে পুলিশের গড়িমসি বলে অভিযোগ করেছে তার পরিবার । অভিযোগ সূত্রে জানা যায়,গত ৬ জানুয়ারী লালমোহন উপজেলার সদর ইউনিয়ন ০৪ নং ওয়ার্ড এলাকার মৃধা বাড়ীর আঃ গনি মিয়ার ছেলে রাসেল (১৯) একই বাড়ীর তার চাচা দিনমজুর মোঃ দুলালের তৃতীয় শ্রেনী পড়–য়া কন্যা কে জোড় করে ধরে পাশ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষন করে ।
এ ব্যাপারে নাজমার মা জানান, আমার স্বামী একজন দিনমজুর । কাজের জন্য নোয়াখারী থাকেন । আমি আর আমার দুই সন্তান বাড়ীতেই থাকি । গত ৬ জানুয়ারী আমার ননদের শশুর মারা যান । মৃত্যূর সংবাদ শুনিয়া আমি আমার দুই সন্তান নাজমা (৮) ও রিয়াদ (৪) কে বাড়ীতে রেখে ননদের শশুর বাড়ী যাই । ঐ বাড়ী থেকে বিকেল অনুমান ৪টার সময় নিজ বাড়ী এসে আমার দু সন্তান কে দেখতে না পেয়ে বিভিন্ন দিক খোঁজাখুজি করি । কিছুক্ষন পর আমার ছেলে রিয়াদ ঘরে এসে আমাকে বলে মা রাসেল ভাইয়া নাজমাকে মারছে ঐ বাগানের ভিতরে । আমি দ্রুত বাগানের ভিতরে গিয়ে দেখি আমার ভাসুর আঃ গনির ছেলে রাসেল আমার মেয়েকে মূখ চেপে ধরে ………….লিপ্ত । আমার চিৎকার শুনে রাসেল দৌড়ে পালিয়ে যায় এবং আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে । আমি মেয়েটাকে উদ্ধার করে ঘরে এনে রক্তাক্ত পেন্ট খুলে নতুন পেন্ট পড়িয়ে দিই । কিন্তু সন্ধ্যার সময় মেয়েটা ব্যাথা ও জ্বরে জিমুচ্ছে দেখে আমি স্থানীয় ফুলবাগীছা বাজারের ফার্মেসী থেকে ঔষধ আনতে গেলে সেখানকার ডাক্তার নাজমাকে হাসপাতাল আনতে বললে আমি ০৮ জানুয়ারী নাজমাকে লালমোহন সদর হাসপাতাল আনি । লালমোহন হাসপাতাল থেকে নাজমা কে ভোলা হাসপাতালে নেয়ার কথা বললে আমি তাকে ভোলা হাসপাতাল নিয়ে যাই এবং ভোলা হাসপাতাল থেকে এসে গত ১২জানুয়ারী লালমোহন থানায় রাসেল কে আসামী করে মামলা দায়ের করি । মামলা নং ১১ । আজ প্রায় তিন মাস হলে ও আমার মামলার আসামী ধরছেনা পুলিশ । আমরা গরীব বলে কি কোনো বিচার পাওয়ার আশা নেই ?
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হুমায়ুন কবিরের মুঠোফেনে জানতে চাইলে তিনি বলেন, এই মামলায় একজন কে আসামী করা হয়েছে এবং আসামী এলাকায় নেই বিধায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি । তবে আমরা জেনেছি আসামী সিলেটে অবস্থান করছে একজন আসামীর জন্য তো আর সিলেট যাওয়া সম্ভব নয় ।