মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » নানান বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে লালমোহনে ২ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত !
নানান বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে লালমোহনে ২ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত !
লালমোহন বিডিনিউজ ,লালমোহন প্রতিনিধি :নানান বিচ্ছন্ন ঘটনার মধ্যদিয়ে গতকাল লালমোহনের ২ ইউনিয়ন পরিষদে প্রথম বারের মতো দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই শুরু হয় ভোট গ্রহন। আর ভোট গ্রহনের সাথে সাথে শুরু হয় দাওয়া পল্টা দাওয়া ও সংর্ঘষ। শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও নিক্রিয়তা তবে কিছু কিছু কেন্দ্র ছাড়া বেশীর ভাগ কেন্দ্রেই প্রশাসনের নিক্রয়তা বেশী লক্ষ্য করা যায়। ভোটারদের মন যোগানো বাদ দিয়ে আইশৃঙ্খলা বাহিনীর মনযোগাতে বেশী ব্যাস্ত হয়ে পড়ে ২ ইউনিয়নের মেম্বার ও চেয়ারম্যান প্রার্থীরা। লালমোহন ইউনিয়নের ১নং কেন্দ্রে বেলা ১২ টা নাগাত মোরগ মার্কার সমর্থকদের মধ্যে ফুটবল মার্কার সমর্থকদের সাথে ধাওয়া পাল্টা দাওয়া হয়। দাওয়া পাল্টা দাওয়ার একপর্যায়ে কেন্দ্র দখলের চেষ্টা করে ফুটবল মার্কার কর্মী সমর্থকরা। পরে ফুটবল মার্কার কর্মী সমর্থকদের দাওয়া করে মোরগ মার্কার কর্মী সমর্থকরা। সংর্ঘষের একপর্যায়ে পরিস্থিতি ভোট কেন্দ্রটিটে ডিউটিরত পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রনের বাহীরে চলে যায়। ব্যালট বাক্স ছিনতাই ঠেকাতে তারাতারি কেন্দ্রে ডিউটিরত পুলিশ ব্যালটবাক্র ফিজাইডিং অফিসারের কক্ষে নিয়ে আসে। পরে ব্যার বিজিবির যৌথ লাটি চার্জে ও কাদাঁনি গ্যাস নিক্ষেপে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহীনির নিয়ন্ত্রনে আসে । সকাল ১০ টা নাগাত লালমোহন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে দেওয়ালকান্দী কেন্দ্রে মুজাফর হোসেন নামে মোরক মার্কা) এক মেম্বার প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দেয় তার প্রথিপক্ষ মেম্বারা প্রার্থীর সমর্থকরা। অপরদিকে ধলীগৈরনগর ইউনিয়নের চরমোল্লাজী ১ নং কেন্দ্রে মেম্বার প্রার্থী গিয়াস ভূইয়ার এজেন্ট সমর্থকদের সহ মোট ১৩ জনকে কুপিয়ে আহত করে মেম্বার প্রার্থী জাকিরের ছোট বোন তাসলিমা। এদিকে ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী (ফুটবল মার্কা) সোহাগ শানের অনুসারী কর্মী সমর্থদের সাথে তার হাশেমিয়া মজিদিয়া দাখিল মাদ্রাসা কে›দ্রে প্রাপ্ত ভোট ১৪৭ ও ২৫০ বাদ দেয়া নিয়ে পুলিশের সাথে দফায় দফায় সংর্ঘষ চলছে বলে এ রিপোর্ট লেখা পর্যন্ত জান যায়।