মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের ধলীগৌরনগরে ২৫০ ভোট পচাকে কেন্দ্র করে সংঘর্ষ
লালমোহনের ধলীগৌরনগরে ২৫০ ভোট পচাকে কেন্দ্র করে সংঘর্ষ
লালমোহন বিডিনিউজ : লালমোহনের ধলীগৌরনগরে ২৫০ ভোট পচাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়েছে । মোঙ্গল বার সন্ধ্যা ৭টার দিকে ভোট গ্রহন শেষ করে ধলীগৌরনগর ৪নং ওয়ার্ড চতলা হাসেমিয়া মজিদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে সোহাগ শান ফুটবল মার্কায় গননায় ১৪৭ ভোট পচা হওয়ার কারনে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়ে চতলা বাজারেও সংঘর্ষ ছরিয়ে পরেছে । সোহাগ শানের লোক জন বলছে তাদের কোন ভোট পচা যায়নি পচা বানানো হয়েছে ।