সোমবার, ২১ মার্চ ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » কাল নিরাপত্তার চাঁদরে ডাকা থাকবে লালমোহনের ৩ ইউনিয়ন ॥ ১ ইউনিয়নে নির্বাচন বন্ধের গুঞ্জন
কাল নিরাপত্তার চাঁদরে ডাকা থাকবে লালমোহনের ৩ ইউনিয়ন ॥ ১ ইউনিয়নে নির্বাচন বন্ধের গুঞ্জন
লালমোহন বিডিনিউজ : নিরাপত্তার চাঁদরে ঢাকা থাকবে লালমোহনের ৩ ইউনিয়ন। সকাল থেকে শুরু হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৌড়ঝাঁপ। আইন শৃঙ্খলা বাহীনির প্রতিটি সদস্যের প্রশিক্ষিত চোঁখ খুজঁতে থাকবে নাশকাতা সৃষ্টীকারীদের। প্রতিটি ইউনিয়নের প্রথম প্রান্ত থেকে শেষ প্রান্তে নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ রাখতে র্যাব পুলিশের বিশেষ টিম দাবড়ে বেড়াবে সকাল থেকে।
আর সংবাদের খোঁজে র্যাব পুলিশের পাশাপাশি আবিরাম ছুটে চলবে সংবাদকর্মীরাও। নাশকতা প্রতিরোধে প্রতিটি ইউনিয়নে দাবড়ে বেড়াবে দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদা রং’র মাইক্রোবাস গুলো।
দলীয় প্রতীকে প্রথম বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে লালমোহনের ৩ ইউনিয়নে। নিয়ম অনুযায়ী গতকাল মধ্যরাত থেকে নির্বাচনী প্রচার প্রচারনা বন্ধ থাকলেও এবং নির্বাচনী এলাকা গুলোতে বহিরাগত ও নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া সকল যান চলাচল বন্ধ থাকলেও কিছু কিছু ইউনিয়নে বহিরাগত ও অনুমতি বিহীন গাড়ি চলাচলের হিড়িক দেখা যাচ্ছে বলে একাধীক ভোটার ও মেম্বার প্রার্থীদের কাছ থেকে অভিযোগ মিলেছে।
একাধীক প্রার্থী অভিযোগের মাধ্যমে আরো বলেন, বহিরাগত ও নির্বাচন কমিশনের অনুমতি বিহীন গাড়ি চলাচলের অভিযোগ নির্বাচন কমিশনারের কাছে জমা দিলেও এব্যাপারে কোন ভূমিকা নিচ্ছেননা।
অপরদিকে কিছু কিছু ইউনিয়নে ভোটারদের মাঝে টাকা বিতরন ও প্রার্থীর এজেন্টদের মুঠোফোনে অব্যাহত হুমকির ও অভিযোগ মিলেছে। অপরদিকে নির্বাচনী এলাকা গুলোতে আজ বিকাল থেকে র্যাব পুলিশের টিম টহল শুরু করে দিয়েছে।
পৌঁছে গেছে ৩ ইউনিয়নে ব্যালট , ভোটের বাক্স সহ অন্যান নির্বাচন পারিচালনার সরঞ্জাম ।কাল সকাল থেকে জোরদার করা আইন শৃঙ্খলা বাহিনীর টহল।
এদিকে গতকাল নির্বাচনী এলাকা গুলোতে সরেজমিনে গিয়ে ভোটার সাধারনদের সাথে আলাপকালে জানা যায় ঝূকীঁপূন ভোট কেন্দ্র নিয়ে শংকিত রয়েছে সাধারন ভোটারা তারা কি তাদের ভোটাধীকার প্রয়োগ করতে পারবে কিনা তা নিয়েও শংকায় রয়েছে ।
এদিকে বদরপুর ও রমাগঞ্জ ইউনিয়নে নির্বাচন বন্ধের গুঞ্জন শুনা যাচ্ছে , এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার আমির খসরু গাজীর সাথে একাধীকবার মুঠোফোনে আলাপ করতে চাইলে তার ব্যক্তিগত মুঠোফোনটি রিসিভ করা হয়নি।