রবিবার, ২০ মার্চ ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থীদের পেশি শক্তির মহড়া ভোট গ্রহনের দিন ভয়াবহ সংঘর্ষের আশংকা !
লালমোহনে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থীদের পেশি শক্তির মহড়া ভোট গ্রহনের দিন ভয়াবহ সংঘর্ষের আশংকা !
লালমোহন বিডিনিউজ ,মিজানুর রহমান লিপু লালমোহন : লালমোহন ইউপি নির্বাচনে ভয়াবহ সংঘর্ষের আশংকা রয়েছে। রবিবার সকাল ৯ টায় ধলীগৌরনগর ইউনিয়নে ৪নং ওয়ার্ড চরমোল্লাজিতে নির্বাচনী সহিংসতায় মেম্বার প্রার্থীর জসিমের হাতের কজ্বি কর্তন করে প্রতিপক্ষের প্রার্থীর লোকজন। এব্যাপারে লালমোহন বাজারে বিক্ষোভ করেছে জসিমের লোকজন। এছাড়াও এ উপজেলায় নির্বাচনী সহিংসতায় ব্যাপক সংঘর্ষে সাংবাদিক সহ অনেক লোক হতাহত হয়। আইন শৃঙ্খলা বাহীনীর নমনিয়তার কারনে চরম অনিশ্চিয়কায় মানষের জীবন। অন্যান্য ইউনিয়নের প্রার্থীদের পেশি শক্তির ব্যাপক মহড়ার চলায় সাধারন ভোটার সহ অন্যান্য প্রার্থীদের মধ্যে আতংক বিরাজ করছে। বিভিন্ন দলীয় নির্বাচন হওয়ায় চেয়ারম্যান পদে একক ভাবে দলীয় লোকজন কাজ করায় অনেকটা নিরাপদ মনে হলেও দুটি ইউনিয়নে সরকার দলীয় বিদ্রোহী প্রার্থী থাকায় গোলযোগের আশংকা ব্যাপক ভাবে দানা বাধছে।। অন্যদিকে নির্বাচনের দিন প্রতিটি ওয়ার্ডে সবচেয়ে বেশি ঝামেলা পাকাতে পারে সরকার দলীয় একাদিক মেম্বার প্রার্থী। সরোজমিনে গিয়ে জানাযায়, উপজেলার ৪ টি ইউনিয়নের ২২ শে মার্চ ভোট গ্রহনের দিন বদরপুর ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে সরকার দলীয় মেম্বার প্রার্থীরা শক্তি প্রদর্শনের মহড়া দিচ্ছে সবচেয়ে বেশি। এরই মধ্যে পেশি শক্তিধর অনেক মেম্বার প্রার্থী সাধারন ভোটারদের সামনে ভোট দেওয়া, এক ভোট পেলেও মেম্বার, নিজেদের প্রতীকে সামনে সিল টাকানো, সহ ভোটারদের বিভিন্ন হুমকি দিয়ে আসছে। গত ইউপি নির্বাচনের মত বদরপুর ইউনিয়নের চরটিটিয়া ৫ নং ওয়ার্ডের জমদ্দার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবারো গোলযোগ করে ফায়দা হাসিলের চেষ্টায় লিপ্ত রয়েছে দুই প্রার্থী। এ কেন্দ্রে প্রবেশের রাস্তা সরু থাকায় কোন গোলযোগ দেখা দিলে প্রশাসন দ্রুত ব্যাবস্থা নেওয়া অসম্ভাব হয়ে পড়বে।দুই প্রাথীর হুমকিতে ভোটাররা অসহায় হয়ে পরছে। প্রশাসনের সস্তির আশ্বাস না পেলে অনেক সাধারন ভোটার ভোট দিতে না যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ৯ নং ওয়ার্ড কেন্দ্রে মেম্বার প্রার্থীদের মধ্যে কেউ কেন্দ্র দখলের আবার কেউ দখল প্রতি হতের হুংকার দিচ্ছে। ২ নং ওয়ার্ডে একই বাড়ির দুই প্রার্থাীর প্রায় মুখোমুখি অবস্থানে রয়েছে। এছাড়াও রমাগঞ্জ ও লালমোহন ইউনিয়নে নির্বাচনে ভোট কেন্দ্র দখলের ব্যাপক আশংকা রয়েছে।