রবিবার, ২০ মার্চ ২০১৬
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » সংবাদ সম্মেলনে অভিযোগ, বোরহানউদ্দিনে বিএনপির প্রচারে বাঁধা সুষ্ঠ ভোট গ্রহণ নিয়ে সঙ্কা
সংবাদ সম্মেলনে অভিযোগ, বোরহানউদ্দিনে বিএনপির প্রচারে বাঁধা সুষ্ঠ ভোট গ্রহণ নিয়ে সঙ্কা
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি :ভোলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও আইন প্রয়োগকারী সংস্থা বিএনপির প্রার্থীদের প্রচারণায় বাধা দিচ্ছে। তাঁরা নির্বিঘে প্রচারণা চালাতে পারছেন নাবলে অভিযোগ করছেন সংবাদ সম্মেলনে । গতকাল রোববার দুপুরে ভোলা জেলা বিএনপি কার্যালয়ে বোরহানউদ্দিন উপজেলার বিএন পির নয় চেয়ারম্যান প্রার্থীদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে লিখিত এ অভিযোগ দেওয়া হয়। এ অবস্থায় সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে বিএনপি সঙ্কিত।বিএনপি প্রার্থীরা লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর হুমকী ধামকিতে অনেক প্রার্থী ভোট কেন্দ্রে যেতে পারছেন না। নির্বাচনী মাঠে গেলেই বিএনপির প্রার্থীদের কর্মীদের পিটিয়ে জখম করছে।
প্রচারের মাইক ও গাড়ি ভাংচুর করেছে। কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে। এ পর্যন্ত প্রতিটি ইউনিয়নে ৮-৯ বার হামলার শিকার হয়েছেন বিএনপির কর্মীরা। সংঘাত হচ্ছে আওয়ামী লীগ প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহীর সঙ্গে। আসামী দিচ্ছে বিএনপির নেতা-কর্মীদের। পুলিশ বিএনপির কর্মীদের ধাওয়া করছে। এ পর্যন্ত শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছেন। নির্বাচনী কার্যালয় ভাংচুরসহ মোটরসাইকেল ভাংচুর হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, বোরহানউদ্দিন বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন, সেচ্ছাসেবক দলের আহবায়ক জামিল হোসেন অদুদ, জেলা ছাত্র দলের সভাপতি খন্দকার আল আমিন প্রমূখ।