
রবিবার, ২০ মার্চ ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ইউনিয়ন সেস্বাসেবকলীগ সম্পাদক জাকিরের হাতের কব্জী কর্তন করায় উপজেলা সেস্বাসেবক লীগের সংবাদ সম্মেলন ॥ ২৪ ঘন্টার আল্টিমেটাম
লালমোহনে ইউনিয়ন সেস্বাসেবকলীগ সম্পাদক জাকিরের হাতের কব্জী কর্তন করায় উপজেলা সেস্বাসেবক লীগের সংবাদ সম্মেলন ॥ ২৪ ঘন্টার আল্টিমেটাম
লালমোহন বিডিনিউজ ,শান্ত সাহা : অফিসে এক জরুররী সংবাদ সম্মেলনের আহব্বান করেন লালমোহন উপজেলা সেস্বাসেবক লীগের সভাপতি জিহাদ বিন হায়দার ডিকো ও সাধারন সম্পাদক জানজিম হাওলাদার। সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে উপজেলা সেস্বাসেবকলীগের সভাপতি জিহাদ বিন হায়দার ডিকো বলেন, গত ২০ মার্চ রবিবার সকাল ৯ টা নাগাত লালমোহন উপজেলা সেস্বাসেবক লীগের ধলীগৈরনগর ইউনিয়নের সাধারন সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী জাকির হোসেন ভূইঁয়া উপজেলার ধলীগৈরনগর ইউনিয়নের চরমোল্লাজী ৬ নং ওয়ার্ডে কর্মী সমর্থদের নিয়ে প্রতিদিনের মতো গনসংযোগ করতে করতে ভূইয়ার পোল চাঁন মিয়া হাজী বাড়ীর দড়জায় পৌছাঁয়। ইতিমধ্যে সকাল ৯ টা লালমোহনে ইউনিয়ন সেস্বাসেবকলীগের সম্পাদক জাকিরের বামহাতের কজ্বি কর্তনের ঘটনায় গতকাল শহরের চৌরাস্তার মোড়ে উপজেলা ছাত্রলীগের নাগাত তার প্রতিপক্ষ মেম্বার প্রার্থী গিয়াসের সমর্থকদের সাথে কথা কাটাকাটি হয় তার অনুসারী কর্মী সমর্থকদের সমর্থকদের সাথে। কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ মেম্বার প্রার্থী গিয়াসের কর্মী সমর্থক ও ৫-৬ জন ভাড়াটিয়ার অস্্রধারী সন্ত্রাসী জাকির ও তার অনুসারী কর্মী সমর্থকদের দেশীয় ধারালো অ¯্র দিয়ে এলোপাথারী কোপানো শুরু করে। সংর্ঘষের এক পর্যায়ে প্রতিপক্ষ প্রার্থী গিয়াসের ভাড়াটিয়া সন্ত্রাসী চুক্তি অনুযায়ী তার জাকিরের বাম হাতে কব্জি কেটে ফেলে। সংবাদ সম্মেলনে সভাপতি জিহান বিন হায়দার ডিকো আরো বলেন, আমরা নিশ্চিত এই হামলার ইন্দন দাতা কল্লাকাটা বাহীনির প্রধান কাসেম ও সেকেন্ড ইন কমান্ড মিন্টু। আমার সাধারন সম্পাদক জাকিরের হামলার ঘটনায় দোষীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হয় তাহলে লালমোহন উপজেলা সেস্বাসেবকলীগ আরো কঠীন থেকে কঠীন কর্মসূচী ঘোষনা দিবে। আর যদি কোন অপ্রিকর ঘটনা ঘটে তাহলে তার জন্য আমরা দায়ী থাকবনা।