রবিবার, ২০ মার্চ ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের ধলিগৌরনগরে নির্বাচনী সহিংসতায় মেম্বার প্রার্থীর হাত কর্তন-হেলিকপ্টার যোগে ঢাকায় প্রেরন-ওসির অপসারনের দাবীতে বিক্ষোফ
লালমোহনের ধলিগৌরনগরে নির্বাচনী সহিংসতায় মেম্বার প্রার্থীর হাত কর্তন-হেলিকপ্টার যোগে ঢাকায় প্রেরন-ওসির অপসারনের দাবীতে বিক্ষোফ
লালমোহন বিডিনিউজ ,শান্ত সাহা : লালমোহনের চরমেল্লাজিতে নির্বাচনী সহিংসতায় এক মেম্বার প্রার্থীর হাত কর্তন করছে তার প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা। এলাকাবাসীর ভাষ্য মতে জানা যায়, উপজেলার ধলীগৈরনগর ইউনিয়নের চরমোল্লাজী ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাকির ভূইয়া প্রতিদিনের মতো গনসংযোগ করতে করতে তার কর্মী সমর্থদের নিয়ে ভূইয়ার পোল চাঁন মিয়া হাজী বাড়ীর দড়জায় পৌছাঁয়। ইতিমধ্যে সকাল ৯ টা নাগাত তার প্রতিপক্ষ মেম্বার প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থকদের সাথে কথা কাটাকাটি হয় জাকিরের অনুসারী কর্মী সমর্থকদের । কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ মেম্বার প্রার্থী গিয়াসের কর্মী সমর্থকসহ ৫-৬ জন ভাড়াটিয়ার অস্্রধারী সন্ত্রাসী জাকির ও তার অনুসারী কর্মী সমর্থকদের দেশীয় ধারালো অ¯্র দিয়ে এলোপাথারী কোপানো শুরু করে। সংর্ঘষের এক পর্যায়ে প্রতিপক্ষ প্রার্থী গিয়াসের ভাড়াটিয়া সন্ত্রাসীরা জাকিরের বাম হাতে কব্জি কেটে ফেলে। পরে সন্ত্রাসীরা তাদের নিরাপদ স্থানে চলে যায়।এবং পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অপরদিকে একটি বিশেষ সূত্রের বরাত, লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ( কল্লাকাট বাহীনির প্রধান ) আবুল কাশেমের কল্লাকাটা বাহীনির সদস্য এই ভাড়াটিয়া সন্ত্রাসীরা। স্থানীয় আরেটি সূত্রের দাবী ধলীগৈরনগর ইউনিয়নের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিন্টুরও ইনন্দন রয়েছে এ হামলার নেপথ্যে। তবে ঘটনা চক্রে প্রশ্নের উত্থান হয় যে ঘটনার নেপথ্যের নায়ক কে ? খুঁজে পাওয়া যায়নি ঘটনার নেপথ্যের খলনায়কে। স্থানীয় সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন জাকিরের উপর হামলার খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক ঢাকায় নেয়ার জন্যএকটি হেলিকাপ্টার তার নিজ এলাকা লালমোহনে পাঠান। এদিকে ধলীগৈরনগনর ইউনিয়ন আওয়ামীলিগের বিক্ষুব্দ কর্মী সমর্থকরা জাকিরকে হেলিকাপ্টার যোগে ঢাকায় প্রেরনের পর লালমোহন থানয় ওসি অকতারুজ্জামানের অপসারনের দাবীতে লালমোহন চৌরাস্তায় মিছিল করে এবং হামলার ইন্দনদাতা হিসেবে লালমোহন বাজারের ব্যাবসায়ী মহিউদ্দিন ভূইঁয়ার কাপড়ের ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় বলে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়। এ ব্যাপারে লালমোহন থানার ইনচার্জ আকতারুজ্জানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি লালমোহন বিডি নিউজকে বলেন, এখনো অভিযোগ কারীরা আসেনী। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা নিব।