শনিবার, ১৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ৮ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে ভোলায় বেসরকারি শিক্ষক কর্মচারিদের মানববন্ধন ও সমাবেশ
৮ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে ভোলায় বেসরকারি শিক্ষক কর্মচারিদের মানববন্ধন ও সমাবেশ
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রািতনিধি : ভোলায় বেসরকারি শিক্ষক কর্মচারিদের ৮ম জাতীয় বেতন স্কেল অবিলম্বে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার দুপুরে ভোলার বাংলা স্কুল মোড়ে জাতীয় শিক্ষক কর্মচারী ঐক্য ফ্্রন্ট ভোলা জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচীতে কয়েক শত শিক্ষক কর্মচারী অংশ নিয়েছেন।
সংগঠনের আহবায়ক অধ্যক্ষ মাকসুদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ নওশেদ আলম, অধ্যক্ষ নিজাম উদ্দিন, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, হারুন অর রশিদ, অমিতাভ অপু, প্রধান শিক্ষক জাকির হোসেন তালুকদার প্রমূখ।
বক্তারা বলেন, অবিলম্বে বেসরকারি শিক্ষক কর্মচারীদেরকে জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন প্রদান করে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। তা না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন শিক্ষক নেতৃবৃন্দ।