শনিবার, ১৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ২ বিদ্রাহী প্রার্থী আনোয়ার রাব্বি ও মোজাম্মেল ডিলারের একতত্তা ঘোষনা
লালমোহনে ২ বিদ্রাহী প্রার্থী আনোয়ার রাব্বি ও মোজাম্মেল ডিলারের একতত্তা ঘোষনা
লালমোহন বিডিনিউজ : লালমোহনে আ’লীগের ২ বিদ্রাহী প্রার্থী দলীয় মনোনীত প্রার্থীর সাথে একতত্তা ঘোষনা করে। শুক্রবার বিকাল ৪ টায় লালমোহন উপজেলা ছাত্রলীগের কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের আ’লীগের বিদ্রাহী চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক আনোয়ার রাব্বি সিকদার ও ধলীগৈরনগর ইউনিয়নের বিদ্রাহী প্রার্থী সাবেক চেয়ারম্যান মুজ্জাম্মেল ডিলার দুই ইউনিয়নের দুই নৌকার মাঝি মিন্টু ও মেস্তাফা মাষ্টারের সাথে একত্ততা ঘোষনা করেন। ও দলীয় হাইকমান্ডের নেতাদের দলীয় মনোনীত প্রার্থীদের সাথে এক হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সংবাদ সম্মেলন চলাকানীন সময়ে ভোলা ০৩ আসনে সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন প্রার্থীদের সাথে টেলিকনফারেন্স করেন। এসময় টেলিকনফারেন্সে এমপি শাওন দলীয় নেতাকর্মীদের বলেন , ইউপি মেম্বার পদপ্রার্থীদের কোন ছাড় দেয়া হবে না । জনগন যাকে তাদের ভোটাধীকার প্রয়োগে নির্বাচীত করে তারাই নির্বাচীত হবে। কেউ যদি কোন দলীয় পেশী শক্তির জোর খাটায় তাহলে তার উপর প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।এসময় সংবাদ সম্মেলনে আন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহাম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফকরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলিগের সহ-সভাপতি আব্দুল মালেক, সহÑসভাপতি আব্দুর রাজ্জাক পঞ্চায়েত, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক দিদারুর ইসলাম অরুন, উপজেলা আওয়ামীলগের সাংগঠনীক সম্পাদক মোশারেফ হোসেন সোহেল ,
পৌর আওয়ামীলিগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাদল, এবং বিভিন্ন ইউনিয়নর দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা।