বুধবার, ১৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন সদর ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত ২০জন আহত ও ১৫টি ব্যাবসা প্রতিষ্ঠানে তালা
লালমোহন সদর ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত ২০জন আহত ও ১৫টি ব্যাবসা প্রতিষ্ঠানে তালা
লালমোহন বিডিনিউজ : লালমোহন সদর ইউনিয়নে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত ২০ আহত হয়েছে। জানা গেছে মঙ্গলবার বিকেলে লালমোহন ইউনিয়নের নৌকা প্রতীকের শাজাহান মিয়ার বাহিনী ইউনিয়নের মিয়ারহাট বাজারে মহড়া দেয় ঐ সময় স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান কামরুলের কর্মীরা দাবী করেন তাহাদের অফিস ভাংচুর করে অন্তত ২০ জন কর্মীকে মারপিট করে আহত করেছেন বলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় লালমোহন পৌর ছাত্রলীগের সভাপতি জালাল উদ্দিন বেলাল সহ আরো অনেকে গুরুতর আহত হয় ।
এরই জের ধরে লালমোহনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান কামরুলের লালমোহনের বাড়িতে হামলা, বাজারের মিয়া প্লাজা সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে তালা এবং নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় ছবি তুলতে গিয়ে ভোলা জেলা যুগান্তর প্রতিনিধি সাংবাদিক অমিতাভ অপু ও আর টিভির ক্যামেরাম্যান ইউসুফের উপর হামলা সহ তাদের ক্যমেরা ভাংচুর করা হয় । তাদের অবস্থায় গুরুতর হাওয়া তাদের কে লালমোহন সদর হাসাপাতালে সাময়িক চিকিৎসা দিয়ে ভোলা সদর হাসপাতালে প্রেরন করা হয়।
এদিকে সাংবাদিকদের উপর হামলার খবর শুনে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌর আ’লীগের সভাপতি ফখরুল আলম হাওলাদার, যুবলীগ সভাপতি ইমাম হোসেন, সম্পাদক আবুল হাছান রিমনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা হাসপাতালে গিয়ে দু:খ প্রকাশ করেন।