রবিবার, ১৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় এলজিএসপি-২ এর জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত
ভোলায় এলজিএসপি-২ এর জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : ভোলায় দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স প্রজেক্ট (এলজিএসপি-২) জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় পায়াক্ট বাংলাদেশ ও ভিসকম এর বাস্তবায়নে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্থানীয় সরকার ভোলা এর উপ-পরিচালক মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার সিকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আঃ হালিম, উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, সিভিল সার্জন ডা: ফরিদ আহমেদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রাণ গোপাল দে, সরকারি ফজিলাতুননেসা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, এলজিএসপি-২ এর ডিষ্ট্রিক প্যাসিলেটেটর(ডিএফ) সানজিদা রেজিন মুন্নি, পায়ক্ট বাংলাদেশের প্রতিনিধি মোঃ আওলাদ হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, ইনিয়ন পরিষদের সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ইউএনডিপি’র সহায়তায় সর্বপ্রথম ২০০০সালে এ প্রকল্পটি পরিক্ষামুলক শুরু করে। পরবর্তীতে ২০০৬ সালে বিশ্বব্যাংকের সহায়তায় পাঁচ বছর মেয়াদী লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট বাস্তবায়ন করে। এলজিএসপি’র সফলতা ও চ্যালেঞ্জসমুহকে বিবেচনায় রেখে সরকার বিশ্বব্যাংকের সহায়তায় পুনরায় জুলাই ২০১১ সাল থেকে দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স প্রজেক্ট (এলজিএসপি-২) বাস্তবায়ন করছে, যা ২০১৬ সালে শেষ হবে। এ প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে সরাসরি থোক বরাদ্ধ দেয়া হয়। এ প্রকল্পের আওতায় স্থানীয় জনগন সরাসরি অংশগ্রহনের মাধ্যমে তাদের অগ্রাধিকার অনুযায়ী উন্নয়ন প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন করে থাকে। এলজিএসপি-২ বাস্তবায়নের মাধ্যমে ইতোমধ্যে ইউনিয়ন পরিষদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং জনগনের সরাসরি অংশগ্রহণের ফলে জবাবদিহিতা ও স্বচ্ছতা অনেকাংশে নিশ্চিত হয়েছে।
এসময় উপস্থিত কলেজ অধ্যক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ এলজিএসপি-২ বাস্তবায়নের ক্ষেত্রে ইতিবাচক ও নেতিবাচন মতামত প্রকাশ করেন।