রবিবার, ১৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের গজারিয়ায় জনসমূখে গৃহবধূকে শারিরীক নির্যাতন (ভিডিও সহ)
লালমোহনের গজারিয়ায় জনসমূখে গৃহবধূকে শারিরীক নির্যাতন (ভিডিও সহ)
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে জনসমূখে গৃহবধূকে শারিরীক নির্যাতন
করলেন কথিত শালিস মামুন। শনিবার দুপুরের দিকে উপজেলার পশ্চিম চর উমেদ
ইউনিয়নের পাঙ্গাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় ওই এলাকায় ব্যাপক তোলপাড়
সৃষ্টি হয়েছে।
এলাকা সূত্রে জানা গেছে, প্রায় ৫ বছর আগে উপজেলার পশ্চিম চর উমেদ
ইউনিয়নের পাঙ্গাসিয়া এলাকায় মৃত্য রত্তন মেস্ত্রীর ছেলে আরশাদউল্যার (২৭)
এর সাথে চরফ্যাশন পৌর শহরের শাহাজানের মেয়ে জান্নাত (২৪) এর সাথে বিবাহ
হয়। গত বুধবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী আরশাদউল্যার তার স্ত্রী
জান্নাতকে মারধর করেন। পরের দিন সকালে জান্নাত অভিমান করে বাবার বাড়িতে
চলে যাওয়ার চেষ্টা করলে একই এলাকার ইউপি সদস্য টুলু মেম্বার শনিবার
সন্ধ্যায় বিষয়টি নিয়ে মীমাংসা করবেন বলে আশ্বস্ত্য করে জান্নাতকে তার
স্বামী সহ বাড়িতে পাঠিয়ে দেন। শনিবার সকাল ১১ টার দিকে জান্নাত তার মা
অসুস্থ হওয়ার খবর শুনে তার বাবার বাড়িতে চলে যাওয়ার চেষ্টা করলে স্বামী
আরশাদ একই এলাকার কথিত শালিশ মামুনকে বিষয়টি জানান।
গৃহবধূ জান্নাত অভিযোগ করে বলেন, আমি আমার বাবার বাড়িতে যাওয়ার সময় মামুন
আমার স্বামীকে দিয়ে আমাকে পাঙ্গাসিয়াপুল বাজারের মধ্যে তার কাছে যাওয়ার
জন্য বলে। এতে আমি অস্বীকার করায় সে উঠে এসে জনসমুখে আমাকে এলোপাথাড়িরে
ভাবে কিল, ঘুষি ও আমার তল পেটের উপর লাথি মারথে থাকে। তার ভয়ানক
নির্যাতনের কারনে আমি মাটিতে লুটিয়ে পড়ে প্রসাব করে দিয়েছি। তার পরেও
মামুন আমাকে নির্যাত করতে থাকে। পরে আমি সেখান থেকে এক ঘরে গিয়ে আশ্রয়
নিয়েছে। শনিবার সন্ধ্যায় নির্যাতিত জান্নাতের ভাই রুবেল তাকে উদ্ধার করে
চরফ্যাশন সদর হাসপাতাল থেকে সিকিৎসা নিয়ে তার বাবা বাড়ি নিয়ে যান। কথিত
শালিশ মামুনের এ রকম আচরণে হতবাক স্বামী আরশাদউল্যা সহ উপস্থিত এলাকার
লোকজন।
এব্যাপরে অভিযুক্ত মামুন বলেন, আমি এলাকায় শালিশ বিচার করে থাকি। কিন্তু
আমি তাকে ডাক লাম সে আমাকে এবাউট করে চলে যাচ্ছে। পরে তাকে আমি জিজ্ঞাসা
করলাম তুমি কোথায় যাচ্ছো। এতে সে আমার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তাই
আমি বাধ্য হয়ে তাকে থাপ্পর দিয়েছি। যাতে সে কোথায় না যায়।
এব্যাপারে ইউপি সদস্য টুলু মেম্বার বলেন, শনিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে
মীমাংসা করার কথা ছিলো। জান্নাত তার বাবার বাড়িতে যাওয়ার সময় মামুনের
সাথে একটি অপৃতিকর ঘটনা ঘটেছে বলে এলাকার লোকজনের কাছে শুনেছেন বলে
জানান।
এদিকে গৃহবধূকে জান্নাতকে শারিরীক নির্যাতনের ঘটনায় কথিত শালিস মামুনের
বিচার দাবি করেছেন জান্নাতের পরিবারের লোকজন সহ এলাকাবাসী।