শনিবার, ১২ মার্চ ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে দুই গাজা সেবনকারীর ৬ মাস জেল
লালমোহনে দুই গাজা সেবনকারীর ৬ মাস জেল
লালমোহন বিডিনিউজ :লালমোহনে দুই গাজা সেবনকারীর ৬ মাস জেল দেওয়া হয়েছে। শুক্রবার দুপুর ১টায় আসুলী ৬নং ওয়ার্ড থেকে একপুরিয়া গাজাসহ জাহেদ (৩০) পিতা- দেলোয়ার সাং- লালমোহন পৌরসভা ৬নং ও সুমন (২৫) পিতা রফিজল ইসলাম সাং- লালমোহন পৌরসভা ৬নং ওয়ার্ড দুই জনকে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এস,আই রেজাউল এর নেৃতত্বে এ, এস, আই মাসুদ ও এ,এস,আই দেলোয়ার আটক করে।
সুত্রে জানাজায় দীর্ঘদিন ধরে জাহেদ ও সুমন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গাজা সেবন করত। পুলিশ খবর পেয়ে দুই জনকে আটক করে থানায় নিয়ে আসার পর লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল শরিফ ১৯৯০ সানের ৯ (১) ধারা অনুযায়ী অপরাধ করার ১৯ (১) এর টেবিল ৭ কলমের ৩ এর (ক) মোতাবেক ৬ মাসের জেল প্রদান করেন।