শুক্রবার, ১১ মার্চ ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে আনন্দ ইলেকট্রেনিকের সিম নিবন্ধনের নামে টাকা আদায়
লালমোহনে আনন্দ ইলেকট্রেনিকের সিম নিবন্ধনের নামে টাকা আদায়
লালমোহন বিডিনিউজ : লালমোহনে আনন্দ ইলেকট্রেনিক সিম নিবন্ধনের নামে টাকা আদায় করার অভিযোগ রয়েছে। আজ শুক্রবার কালমা ইউনিয়নের আলম বাজারে বাংলালিংক ও গ্রামীন ফোনের প্রতি সিম নিবন্ধন করতে গিয়ে ২০/ ৫০/১শ টাকা করে আদায় করে। সরোজমিনে গিয়ে দেখা যায় স্থানীয় কিছু দালারের সহযোগিতায় সিম নিবন্ধনের এজেন্ট মমিন ও রফিক এটা আদায় করে। এব্যাপারে রফিক ও মমিন বলেন আমরাই সিম নিবব্ধন করতে টাকা নেই এমনটি নয়। লালমোহন বাজারে যে সকল এজেন্ট মোবাইল সিম নিবন্ধন করে তারা প্রত্যেকেই সিম প্রতি এভাবে টাকা আদায় করে।