বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিন পলিটেকনিক্যাল কলেজের ছাত্র সাখাওয়াত রেজা বিয়ে করে প্রতারনা করে সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে পালিয়ে থেকে মোবাইলে স্ত্রীকে হত্যার হুমকির অভিযোগ
বোরহানউদ্দিন পলিটেকনিক্যাল কলেজের ছাত্র সাখাওয়াত রেজা বিয়ে করে প্রতারনা করে সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে পালিয়ে থেকে মোবাইলে স্ত্রীকে হত্যার হুমকির অভিযোগ
লালমোহন বিডিনিউজ : লালমোহনে বিয়ের নামে প্রতারনা করে সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে বর পলাতক থেকে মোবাইলে নব বধুকে হত্যার হুমকির অভিযোগ রয়েছে। বোরহানউদ্দিন পলিটেকনিক্যাল কলেজের ছাত্র প্রতারক সাখাওয়াত রেজার বাড়ীতে গত ৭ মার্চ সোমবার নব বধূ আসলে ঘরের সবাই পালিয়ে যায়। জানাযায়, লালমোহন দক্ষিন ফরাজগঞ্জ ৮নং ওয়ার্ড মহেষখালীর বসন আলী হাওলাদার বাড়ীর মোস্তফার ছেলে বোরহানউদ্দিন পলিটেকনিকাল কলেজের তয় বর্ষের ছাত্র শাখাওয়াত রেজা ঢাকার মিরপুরের সিরাজুল ইসলামের মেয়ে কানিজ ফাতেমা রিয়াকে বিয়ে করে তিন রাত ঘর করে তিন লক্ষ টাকা নিয়ে উদাও হয়ে গেছে। নববধু রিয়া কোন খোজ খবর না পেয়ে গত সোমবার দুপুর ১ টার সময় শাখাওয়াতের গ্রামের বাড়ীতে চলে আসে । ফাতেমা বাড়ীতে আসলে শাখাওয়াত সহ তার বাবা মা সহ সবাই ঘর ছেড়ে পালিয়ে যায়। নব বধূ যাতে এলাকায় না যায় তার জন্য স্বামী শাখাওয়াত, এলাকার মেম্বার নাসিম সহ বিভিন্ন লোক হত্যার হুমকি দিচ্ছে। অসহায় ফাতেমা ঢাকা থেকে এসে স্বামীর ঘরে স্থান না পেয়ে বিভিন্ন আত্বীয় স্বজনের বাসায় ভবঘুরের মত ছটাছুটি করছে। এব্যাপারে নববধূ ফাতেমা বলে আমার সাথে ফেইস বুকের মাধ্যমে প্রেম হয় এবং গত ৩০ জানুয়ারী ঢাকায় ১০ লক্ষ টাকার দেন মোহরানায় শাখাওয়াতের সাথে বিবাহ হয়। বিয়ের পর আমার ছোট ভাই মেহেদীর বাসায় শাখাওয়াতের সাথে কয়েক রাত একত্রে কাটাই। এসময়ের মধ্যে সে বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে ৩ লক্ষ টাকা নেয় এবং গত ২৫ ফেব্রুয়ারী আমার কাছে আবারো ৫০ হাজার টাকা চায় এবং আমি টাকা না দিলে সে কৌশলে আমার সাথে সকল যোগাযোগ বিছিন্ন করে তার বাড়ীতে চলে আসে। তিনি আরো বলেন, আমি শাখাওয়াত রেজার গ্রামের বাড়ীতে চলে আসায় সে অমাকে ধরাছোয়া না দিয়ে পালিয়ে থেকে হত্যর হুমকি দিয়ে যাচ্ছে । এছাড়াও তিনি বলেন সাখাওয়াতের এলাকার মেম্বার নাসিম সহ কিছু লোক আমাকে মোবাইলে বিভিন্ন হুমকি দেয় ও আজে বাজে কথা এবং বিয়ে অস্বীকার করে ঢাকা ফিরে না গেলে হত্যার হুমকি দেয়।