বুধবার, ৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | শিরোনাম | সর্বশেষ » বাংলাদেশ ব্যাংকের আরও ৬ হাজার ৯৬০ কোটি টাকা গায়েব
বাংলাদেশ ব্যাংকের আরও ৬ হাজার ৯৬০ কোটি টাকা গায়েব
লালমোহন বিডিনিউজ, সোহেল ঢাকা :বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে আরও ৮৭০ মিলিয়ন মার্কিন ডলার চুরি হয়েছে। যা বাংলাদেশী মুদ্রায় ৬ হাজার ৯৬০ কোটি টাকা। আগের চুরি করা অর্থের মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইন থেকে হংকং এ চলে গেছে। এ অর্থ হ্যাকাররা নিজেদের মধ্যেই ভাগ-বাটোয়ারা করে নিয়েছে বলে সূত্র জানিয়েছে। ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ৬৪৮ কোটি টাকা উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে গেল।
যদিও বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, হ্যাকড হওয়া ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক পেমেন্ট বন্ধ করে দিয়েছে। আমরা আশা করছি টাকা ফেরত পাব।
তবে, দ্বিতীয় দফায় চুরি হওয়া ৬ হাজার ৯৬০ কোটি টাকা ক্যাসিনোর মাধ্যমে বৈধ করার চেষ্টা করা হয় ফিলিপাইনে। এ বিপুল পরিমাণ অর্থ বৈধ করার সময় সিস্টেম ফেইলরের কারণে অর্থ স্থানান্তর করতে পারেনি ক্যাসিনো কর্তৃপক্ষ। ফিলিপাইনের সংবাদমাধ্যমগুলো বলছে, বুধবার এই বিপুল পরিমাণ টাকা আটকে দিয়েছে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক।