ভোলায় জামায়াতের ডাকা হরতালে সাড়া নেই
লালমোহন বিডিনিউজ ,মোঃ আলী আকবর : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল থাকার প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল চলছে। এদিকে সকাল-সন্ধ্যার হরতালে ভোলায় তেমন সাড়া নেই। বুধবার সকাল থেকে গণপরিবহনসহ সব ধরণের যানবাহন চলছে।
অন্যদিকে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যার হরতালে যে কোনো ধরনের নাশকতা এড়াতে ভোলা শহর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোলা জেলা ঘুরে দেখা গেছে বাংলা স্কুল মোড়, খলিপাপট্টি মসজিদ, বাংলাবাজার বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশনসহ বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে পুলিশের বিপুল সংখ্যক সদস্যদের মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ভোলা পুলিশ সুপার জানান, জামায়াতের হরতালে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। ভোলা শহর এলাকাসহ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
বুধবার সকাল থেকেই দূরপাল্লার যানবাহন চলাচল করছে বলে জানিয়েছেন ভোলা আন্তঃজেলা বাস টার্মিনালের শ্রমিক নেতা বাচ্চু। তিনি বলেন, সকাল থেকেই বিভিন্ন রুটে যান চলাচল করছে, কোনো সমস্যা হয়নি।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার জামায়াত নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণা করে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে বুধবার দেশব্যাপী সকাল সন্ধ্যার হরতাল আহ্বান করেন।