মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বদরপুরের রাস্তার বেহাল অবস্থা পানি দিলেই রাস্তায় করা যাবে ধান চাষ।
লালমোহনে বদরপুরের রাস্তার বেহাল অবস্থা পানি দিলেই রাস্তায় করা যাবে ধান চাষ।
লালমোহন বিডিনিউজ ,মিজানুর রহমান লিপু লালমোহন : লালমোহন উপজেলার বদরপুরের রাস্তাঘাটের বেহাল অবস্থায় দাড়িয়েছে। এ ইউনিয়নের মুল সড়ক গুলোর অবস্থা এতই খারাপ যে কোন অসুস্থ্য রুগী সহ সাধারন লোকজনের রাস্তা দিয়ে পরিবহনে যাতায়েত করা অসম্ভব হয়ে দাড়িয়েছে। সরোজমিনে গিয়ে দেখাযায়, মুল সড়কের ফরাজী বাজার টু দেবীরচর ও লালমোহন- দেবীরচর টু বোড়হানউদ্দিন সড়কের লালমোহন অংশের মধ্যে খাদা খন্তর ও বড় বড় গর্ত হয়ে গেছে। বিশেষ করে নাজিরপুর থেকে ইসলামপুর বাজার পর্যন্ত ভেড়ীর পারের রাস্তার পাতার চিহ্ন নেই বরং পাশের মাটি সড়ে যাওয়ায় তিন চাকার পরিবহন অত্যান্ত ঝুকি নিয়ে চলা ফেরা করায় যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ফরাজী বাজার টু দেবীরচর সড়কের ডেবনাথের বিলের মধ্যের প্রায় ২ কিলো মিটার রাস্তায় পানি দিলেই ধানচাষ করা যাবে। বর্ষা হলেই এ সব সড়ক দিয়ে সকর প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে বলে ধারনা করা যাচ্ছে। দ্রুত রাস্তার কাজ শুরু করার নিদের্শ দিতে ভোলা- ৩ লালমোহন ও তজুমদ্দিনের মাননীয় সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর দৃষ্টি আকর্ষন করছেন এলাকার জনগন।