বৃহস্পতিবার, ৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | শিরোনাম | সর্বশেষ » ইন্টারনেটও নজরদারির আওতায় আনা হচ্ছে
ইন্টারনেটও নজরদারির আওতায় আনা হচ্ছে
লালমোহন বিডিনিউজ ,সোহেল ঢাকা :ইন্টারনেটও নজরদারি করতে চাচ্ছে সরকার। এজন্য ইন্টারনেট প্রটোকল ব্যবস্থা (আইপি অ্যাড্রেস) কঠোরভাবে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে আইপি অ্যাড্রেস বিতরণ, তদারকি ও পর্যালোচনার জন্য আলাদা একটি সংস্থাও গঠন করা হচ্ছে।
ইন্টারনেটের মাধ্যমে কোনো যন্ত্রকে যুক্ত করতে প্রতিটি যন্ত্রেরই একটা পরিচয় নম্বর থাকে। এ নম্বরটিই হচ্ছে ইন্টারনেট প্রটোকল, যা সংক্ষেপে আইপি নামে পরিচিত। এ প্রটোকলের মাধ্যমে ব্যবহৃত ডিভাইসটি স্বতন্ত্রভাবে চেনা যায়।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ হিসাব অনুযায়ী বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ৪৬ লাখ।
সরকার মনে করে এ উদ্যোগ কার্যকর করা হলে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো অপরাধ করলে দ্রুত তা ধরা সম্ভব হবে।
বিটিআরসি জানিয়েছে, ৫ কোটি গ্রাহকের জন্য মাত্র ৯ লাখ ২৪ হাজার আইপি অ্যাড্রেস বরাদ্দ রয়েছে। তাই একটি আইপি অ্যাড্রেস হাজারেরও ওপরে গ্রাহক ব্যবহার করছেন। এতে সাইবার অপরাধী শনাক্তে জটিলতায় পড়ছে আইন-শৃঙ্খলা বাহিনী।