সোমবার, ২৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বিএনপির শীর্ষ দুই পদে নির্বাচন ১৯ মার্চ
বিএনপির শীর্ষ দুই পদে নির্বাচন ১৯ মার্চ
লালমোহন বিডিনিউজ,সোহেল ঢাকা :বিএনপির শীর্ষস্থানীয় দুটি পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ মার্চ বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে এই নির্বাচন হবে।
সোমবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তফসিল ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।
এ সময় তিনি বলেন, আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল হবে। আশা করছি, সরকার আমাদের কাউন্সিলে কোনো ধরনের প্রতিবন্ধকতা করবে না।
বর্তমানে বিএনপির চেয়ারপারসন পদে খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তার ছেলে তারেক রহমান দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালের কাউন্সিলে তারা নির্বাচিত হন।