সোমবার, ২৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » ভোলার চরফ্যাশনে অবৈধ দোকান উচ্ছেদ
ভোলার চরফ্যাশনে অবৈধ দোকান উচ্ছেদ
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাশন প্রতিনিধি : নবনির্বাচিত পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথের নেতৃত্বে রবিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দিন ব্যাপী চরফ্যাসন বাজারে অবৈধ ভাবে গড়ে তোলা অর্ধ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে।
দীর্ঘ প্রায় ১ যুগ মেইন রোডে বটতলা, কাপড়িয়া পট্টি, চাউল পট্টিতে বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় ঘরের সামনে ঘর তুলে অবৈধ ভাবে প্রভাব খাটিয়ে রাস্তায় ঘর উত্তোলণ করে ব্যবসা করছিল অসাধু ব্যবসায়ীরা। চরফ্যাসন বাজারে ছোট বড় প্রায় তিন শতাধিক অবৈধ টেকসার দোকান রয়েছে। চরফ্যাসন পৌরসভার নির্বাচিত প্রথম চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান হাওলাদার শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযানের পর তিনি রাজনৈতিক কারনে পরবর্তীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারেননি। পরবর্তীতে রাজনৈতিক চাপে অবৈধ ভাবে অসাধু ব্যবসায়ীরা আবারো গড়ে তুলে অবৈধ দোকান পাট।
দীর্ঘ ১ যুগ পর সদ্য নির্বাচিত পৌর মেয়রের নেতৃত্বে আবারো শুরু করা হয় অবৈধ দখল উচ্ছেদ। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও চরফ্যাসন উপজেলা হকার্সলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সম্পাদক মোঃ ফরিদ প্রমুখ অভিযানে উপস্থিত ছিলেন। অভিযানের পরেই শুরু হয়েছে রাস্তার নির্মাণ কাজ।
বাজারে পৌরসভার অবৈধ দখলদার ব্যবসায়ীদের উচ্ছেদের জন্যে বাজারের দোকান ব্যবসায়ী ও ঘর মালিকরা অভিনন্দন জানিয়েছেন চরফ্যাসন-মনপুরার উন্নয়নের অগ্নি পুরুষ সংসদ সদস্য এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও সদ্য নবনির্বাচিত মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ ও উচ্ছেদের সাথে জড়িত সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে।
এ দিকে বাজারে উচ্ছেদের কারণে প্রায় শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী পথে বসেছে। বিপাকে পড়েছেন রুটি রোজগার নিয়ে। তারা কিভাবে পরিবার পরিজন নিয়ে বাঁচবে, কিভাবে ছেলে মেয়েদের পড়ালেখা করাবেন, এ নিয়ে দু-শ্চিন্তায় পড়েছেন। উচ্ছেদকৃতরা রাস্তার পাশেই বসে আহাজারি করছেন। নতুন করে কবে নাগাদ ব্যবসা শুরু করবেন তা এখনও অনিশ্চিত। পরিবেশ ও বন মন্ত্রীর কাছে তাদের দাবী মানবিক কারণে নির্ধারিত স্থান ও স্বল্প মূল্যে পৌর মার্কেটে দোকান বরাদ্দ দিয়ে ব্যবসার সুযোগ সৃষ্টি করে দেওয়ার আহবান জনান।