শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » পঞ্চগড় দেবীগঞ্জের গৌড়ীয় মঠের অধ্যক্ষ যঞ্জেশ্বর মহারাজের হত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন কর্মসূচী
পঞ্চগড় দেবীগঞ্জের গৌড়ীয় মঠের অধ্যক্ষ যঞ্জেশ্বর মহারাজের হত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন কর্মসূচী
লালমোহন বিডিনিউজ,ভোলা প্রতিনিধি : পঞ্চগড় দেবীগঞ্জের গৌড়ীয় মঠের অধ্যক্ষ যঞ্জেশ্বর মহারাজের হত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় ভোলা সদর রোডে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ভোলা জেলা শাখার আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার লোক অংশ নেয়।
মানববন্ধন চলাকালে ভোলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে বক্তাব্য রাখেন,হিন্দু বৌদ্দ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দি,যুগ্ন আহবায়ক ধ্রুব হাওলাদার,জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গৌরাঙ্গ দে,সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্ত ঘোষ, সাধারন সম্পাদক জয় দে, প্রচার সম্পাদক লক্ষন দাস,মদন মোহন মন্দিরের সম্পাদক বিপ্লব কুমার পাল প্রমুখ।
বক্তারা এ সময় অধ্যক্ষ যঞ্জেশ্বর মহারাজের হত্যাকরাীর দ্রুত ফাঁসির দাবী জানান। এবং বিশ্বজিৎ,অভিজিৎ,ফরদিপুরের অলোক সেন হত্যাকাদেন্ডর বিচার না হওয়ায় তারা ক্ষোভ জানিয়ে বলেন,এসব হত্যা কান্ডের বিচার দ্রুত হলে নতুন করে আর কোন হত্যাকান্ডের ঘটনা ঘটতো না।