শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে , কেফায়েতউল্লাহ নজীব আহবায়ক , নুরুননবী সুমন সদস্য সচিব
ভোলা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে , কেফায়েতউল্লাহ নজীব আহবায়ক , নুরুননবী সুমন সদস্য সচিব
লালমোহন বিডিনিউজ ,সিরাজ মাসুদ , ভোলা :বিপুল উৎসহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোলা জেলা জাতীয় পার্টির (এরশাদ) এর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দ্বীপজেলা ভোলার মধ্যমণি লালমোহনে সারা জেলার জাতীয় পার্টির কর্মীদের স্বতঃফুর্ত অংশগ্রহনে ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিনব্যাপি লালমোহন পৌরশহরের ডাকবাংলা হলরুমে জেলা জাতীয় পার্টির নেতা বিশিষ্ট ব্যবসায়ী নুরুননবী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুর সবুর আসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্মমহাসচিব বাহাউদ্দিন বাবলু, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি এবং জাতীয় পার্টির সিনিয়ির যুগ্মমহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া , কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মনিরুজ্জামান মিলন, ভোলা জেলা জাতীয় পার্টির প্রবীণ নেতা সাংবাদিক কেফায়েত উল্লাহ নজীব।
ভোলা জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব এম মিজানুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , লালমোহন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মাওলানা মোঃ কামাল উদ্দিন , চরফ্যাসন জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ আব্দুল হাই, দৌলতখান উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুর নবী মিয়া, লালমোহন উপজেলা জাতীয় ওলামা পার্টির সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন প্রমুখ।
সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের ৯ বছরের শাসনামলের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরেন। অচিরেই সারা বাংলাদেশে জাতীয় পার্টিকে পল্লীবন্ধু এরশাদ এবং পার্টির কো -চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে সুসংগঠিত করে বাংলাদেশের প্রকৃত বিরোধী দল হিসেবে গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বক্তরা আরো বলেন , দেশে প্রকৃত গনতন্ত্র এলে সুষ্ঠ নির্বাচন হলে জাতীয় পার্টিই সরকার গঠন করবে। সম্মেলন শেষে সমস্ত জেলার সকল উপজেলা ও পৌরসভার সভাপতি সম্পাদকদের মতামতের ভিত্তিত্বে বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কেফায়েত উল্লাহ নজীবকে আহবায়ক এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট ক্রাইম রিপোর্টাস ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় সভাপতি নুরুননবী সুমনকে সদস্য সচিব করে জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।