বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » দৌলতখান | শিরোনাম | সর্বশেষ » ভোলার দৌলতখানে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশু অপহরণ এক দিন পর উদ্ধার
ভোলার দৌলতখানে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশু অপহরণ এক দিন পর উদ্ধার
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক শিশুকে অপহরন করা হয়। অপহরণের এক দিন পর বুধবার বিকালে কিন্ডারগার্টেন পড়–য়া এক শিশুকে দৌলতখান থানা পুলিশ উদ্ধার করেছে । সে দৌলতখান পৌর ৫নং ওয়ার্ডের মোঃ সুমনের ছেলে।
অপহৃত স্বজন ও পুলিশ জানিয়েছে, দৌলতখানের শহীদ আবদুল হামিদ কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মোঃ রাবিন পরীক্ষা শেষে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে চরশুভী গ্রামের ইউছুফের ছেলে অপহরনকারী রাসেল ও তার আর এক সহযোগী মিলে রাবিনকে দৌলতখান সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ফুফুর (রাবিনের ফুফু) কাছে নিয়ে যাওয়ার কথা বলে মোটর সাইকেলে তুলে ভোলা সদরের চরনোয়াদ নিয়ে যায়। সেখানে ভোলা সদরের উত্তর দিঘলদি ইউনিয়নের চর কুমারি গ্রামের মৃত আবদুল মোতালেবের ছেলে মোঃ নাছির উদ্দিনের সহযোগিতায় নুরে আলমের বাড়িতে রাবিনকে আটকে রাখে। তারা ফোন করে রাবিনের বাবার কাছে মুক্তিপণ হিসেবে মোটা অংকের টাকা দাবি করে। অপহরণকারী রাসেলের বড় ভাই রুহুল আমিন এ ঘটনা জানতে পেরে অপহৃত রাবিনকে উদ্ধারের জন্য রাবিনের বাবা সুমনকে নিয়ে চরনোয়াবাদ নুরে আলমের বাড়ি গেলে রাসেল সুমনকে আটকে রেখে রুহুল আমিনকে বের করে দেয়। দৌলতখান থানার ওসি মোঃ এনায়েত হোসেন জানান, তারা খবর পেয়ে বুধবার বিকেলে ডিবি পুলিশের সহযোগিতায় চরনোয়াবাদ এলাকায় নুরে আলমের বাড়িতে অভিযান চালিয়ে অপহরণকারী রাসেল ও নূরে আলমকে আটক করে । এ সময় অপহৃত শিশুটিকে উদ্ধার করে। ইতোপূর্বেও রাসেল অন্য এক শিশুকে অপহরন করে। এ ব্যাপারে দৌলতখান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।