
শুক্রবার, ১ মে ২০১৫
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » রানা প্লাজা ধসের ঘটনায় মালিক ও জড়িতদের ফাঁসির দাবি
রানা প্লাজা ধসের ঘটনায় মালিক ও জড়িতদের ফাঁসির দাবি
রাশেল সিকদার ঢাকা : সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় মালিক সোহেল রানা এবং জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার সকাল ১০টার দিকে মে দিবস উপলক্ষে রাজধানীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে তারা এ দাবি জানান।
টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশন, জাতীয় গার্মেন্টস ফেডারেশন, আর এম গার্মেন্টস শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধন ও সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তরা অকারণে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ জানিয়ে বলেন, শ্রমিকদের জীবনের নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ট্রেড ইউনিয়ন গড়ার স্বাধীনতা দিতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশনের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক তপন সাহা, আর এম গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সভাপতি পারভীন আক্তার প্রমুখ।
এ সময় বিভিন্ন পেশার শত-শত শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন।