শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম
ভোলায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : ভোলা সদরের ইলিশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার সিদ্দিক হাওলাদার কে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত নেতাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার ২ নম্বর ইলিশা ইউনিয়নের দক্ষিণ ইলিশা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
আহত আওয়ামী লীগ নেতা সিদ্দিক হাওলাদার সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে তার কলেজ পড়ুয়া ছেলে মাকসুদুর রহমান বাবুকে নিয়ে লেপ মুড়িয়ে ঘুমিয়ে পড়েন তিনি। রাত প্রায় ১টার দিকে ৪-৫ জন দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতারিভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। দুর্বৃত্তরা তাকে অন্তত ১০-১২টি কোপ দেয় বলেও জানান তিনি। ধারালো অস্ত্রের আঘাতে তাদের লেপও কেটে যায়। এ সময় তাৎক্ষনিকভাবে হাসান নামের এক যুবককে চিনতে পারেন তিনি। তার ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত আওয়ামী লীগ নেতা সিদ্দিক হাওলাদারকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।
ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির বলেন, এ ঘটনায় সিদ্দিক হাওলাদার বাদি হয়ে ২ নম্বর ইলিশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মুন্নাফের ছেলে হাসানকে প্রধান আসামী করে অজ্ঞাত আরো ২-৩ জনের বিরুদ্ধে ভোলা থানায় একটি মামলা দায়ের করেন। তবে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।