সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন গজারিয়ায় ডায়াগনষ্টিক মালিক জুয়েল মেয়েকে নিয়ে দেহ ব্যবসা সহ অপকর্ম করতে গিয়ে জনতার হাতে আটক
লালমোহন গজারিয়ায় ডায়াগনষ্টিক মালিক জুয়েল মেয়েকে নিয়ে দেহ ব্যবসা সহ অপকর্ম করতে গিয়ে জনতার হাতে আটক
লালমোহন বিডিনিউজ : লালমোহন গজারিয়ার জনসেবা ডায়াগনষ্টিকের মালিক তথাকথিত সাংবাদিক আরিফুর রহমান জুয়েল মেয়ে নিয়ে দেহ ব্যাবসা সহ অপকর্ম করতে গিয়ে জনতার হাতে আটক হয় । সোমবার রাত ৮টার দিকে গজারিয়া বাজারের পূর্ব পাশে জুয়েলের নিজ বাসায় আপত্বিকর অবস্থায় ধরা পরে এবং তার সাথে থাকা ঘরির মেকার আলমগীরীর পালিয়ে যায়।
জানা গেছে, গজারিয়া বাজারের জনসেবা ডায়াগনষ্টিকের মালিক আরিফুর রহমান জুয়েল ও ঘড়ি মেকার আলমগীর ভোলা ওয়েস্টান পাড়ার এক মেয়েকে দেহ ব্যাবসার জন্য ভাড়ায় আনে। আলমগীরের বাসা খালি থাকায় ওই মেয়েকে আলমগীরের বাসায় ওঠানোর কথা ছিল। পরে সুযোগ না পাওয়ায় জুয়েলের বাসায় ওঠায়। ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন জুয়েলকে ওই মেয়েসহ আটক করে। এসময় আলমগীর পালিয়ে যায়। এ ব্যাপারে মেয়ে বলেন জুয়েল আমাকে তার ০১৭১৭২৫২৫৪৯ নম্বর থেকে ফোন দিয়ে গজারিয়া বাজারে আসতে বলে। তার সাথে আমার প্রায় ১ বছর পর্যন্ত মোবইলে প্রেমের সর্ম্পক চলে আসছিল। গতকাল তার এই নম্বরে আমার সাথে প্রায় ৫/৭বার ২০ থেকে ২৫ মিনিট করে কথা হয়েছে। আজ আমাকে সে আসতে বললে আমি লালমোহনের গজারিয়া বাজরে চলে আসি। তার সাথে আজও তার এই নম্বর থেকে প্রায় ১০/১২ বার কথা হয়েছে।পরবর্তীতে আমি এখানে আসলে প্রথমে গজারিয়া কলেজের সামনে আলমগীরের বাসায় এবং পরবর্তীতে জুয়েলের বাসায় নিয়ে আসে। ধারনা করা হয়, জুয়েল ও আলমগীর মেয়েকে নিয়ে নিজেরা অপকর্ম করা সহ দেহ ব্যাবসা করাতে এখানে নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জুয়েলের বাসায় জনতা জুয়েল ও মেয়েকে আটক করে রাখে। এদিকে জুেয়ল বড় অংকের বিনিময় ফয়সালার মাধ্যমে পাপ মোছনের চেষ্টা করে যাচ্ছে বলে জানাযায়।
জনসেবা ডায়গনষ্টিকের মালিক জুয়েল অবৈধভাবে গজারিয়া বাজারে ডায়াগনষ্টিক ব্যবসা সহ বিভিন্ন সময় এভাবে মেয়ে এনে দেহ ব্যবসা চালিয়ে আসাছিল বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন। তার অবৈধ ব্যবসা ও অসৎ চরিত্র আড়াল করতে বরিশালের একটি আঞ্চলিক পত্রিকার গজারিয়া প্রতিনিধির পরিচয় দিয়ে চাঁদাবাজী সহ বিভিন্ন ভাবে সাধারন মানুষকে হয়রানী করে আসছে। এসব কারনে এর আগেও জুয়েল কয়েক দফা এলাকায় গণধোলাইয়ের শিকার হয়েছিল ।