সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ভোলার তজুমদ্দিন এলাকায় এমভি ফারহান-৩ লঞ্চের ধাক্কা মাছধরার নৌকা ডুবে এক জেলে নিহত ও ৪ জেলে আহত
ভোলার তজুমদ্দিন এলাকায় এমভি ফারহান-৩ লঞ্চের ধাক্কা মাছধরার নৌকা ডুবে এক জেলে নিহত ও ৪ জেলে আহত
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : ঢাকা থেকে হাতিয়ার যাওয়ার পথে ভোলার তজুমদ্দিন এলাকার বাসন ডাঙ্গা মেঘনা নদীতে যাত্রীবাহী এমভি ফারহান-৩ লঞ্চের ধাক্কা একটি মাছধরার নৌকা ডুবে যায়। এতে এক জেলে নিহত ও ৪ জেলে আহত হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সোমবার ভোর রাতে তজুমদ্দিনের বাসন ভাঙ্গা মেঘনায় কিরন মাঝির ট্রলারের ৫ জেলে মাছ ধরছিলো। হঠাৎ করে ঢাকা থেকে আসা এমভি ফারহান লঞ্চ কিরন মাঝির জেলে ট্রলারকে ধাক্কা দেয়। এ সময় জেলে নৌকাটি দুমরে মুচরে ডুবে যায়।
তখন ওই নৌকায় থাকা ৫ জেলে মেঘনায় ডুবে যায়। এ সময় ৪ জেলে রুহুল আমিন,নূর নবী,কিরনও রফিক কে আহত অবস্থায় স্থানীয় জেলেরা উদ্ধার করে। এদিকে কামাল হোসেন নামের এক জেলেকে তাৎক্ষণিক খুঁজে পাওয়া যায়নি। পরবর্তিতে জেলেরা তার মৃত দেহ উদ্ধার করে। এদিকে আহতদের মধ্যে গুরুতর অবস্তায় কিরন মাঝিকে বরিশাল হাসপাতালে প্রেরন করা হয়েছে।