সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | শিরোনাম | সর্বশেষ » নতুন মামলায় গ্রেপ্তার আমার দেশ পত্রিকার সম্পাদক: ১০ দিনের রিমান্ড আবেদন
নতুন মামলায় গ্রেপ্তার আমার দেশ পত্রিকার সম্পাদক: ১০ দিনের রিমান্ড আবেদন
লালমোহন বিডিনিউজ,সাইফ বাবলু ঢাকা: দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার রাতে তাকে রাজধানীর শাহবাগ থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলা নং-৫০/১/২০১৩।
এ মামলায় তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। ২২ ফেব্রুয়ারি ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।
মাহমুদুর রহমানের আইনজীবীরা জানান, ৭০টি মামলায় জামিন পেয়ে তিনি যখন মুক্তির প্রহর গুণছিলেন তখন তার মুক্তি আটকে দিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
২০১৩ সালের এপ্রিল থেকে কারারুদ্ধ আছেন মাহমুদুর রহমান।
তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় হাইকোর্টের দেয়া জামিন গতকাল বহাল রাখে আপিল বিভাগ।
ফলে তার বিরুদ্ধে ইতিপূর্বে দায়ের করা ৭০টি মামলার সবকটিতে তিনি জামিনে থাকায় সহসাই তিনি মুক্তি পাবেন বলে জানিয়েছিলেন তার আইনজীবীরা।
মাহমুদুর রহমানের আইনজীবীরা জানান, রোববার তাকে একটি মামলায় আদালতে হাজির করা হলে তিনি জানান যে বর্তমানে তার শারীরিক অবস্থা খুবই খারাপ।