সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন বদরপুরের ইউপি নির্বাচনে চার প্রার্থীর মধ্যে কে হবে নৌকার মাঝি ?
লালমোহন বদরপুরের ইউপি নির্বাচনে চার প্রার্থীর মধ্যে কে হবে নৌকার মাঝি ?
লালমোহন বিডিনিউজ,মিজানুর রহমান লিপু লালমোহন: লালমোহনে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সরকার দলীয় মনোনয়ন পেতে প্রার্থীদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। উপজেলার ৯ টি ইউনিয়নের মধ্যে নির্বাচন কমিশন কর্তৃক বৃহস্পতিবারের ঘোষিত তফসিলে প্রথম দফায় যে ৫ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মধ্যে বদরপুর হল আওয়ামীলীগের দূর্গ। এই ইউনিয়নে যে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার মাঝি হবে সেই ২ শে মার্চের ভোটে নির্বাচিত হয়ে আগামী পাঁচ বছরের জন্য ইউনিয়ন পরিষদের কর্তা ব্যাক্তি হবে তা অনেকটাই নিশ্চিত। বদরপুরে যে কজন নৌকার দাড় টানতে চাচ্ছে তাদের মধ্যে চার জনের নাম বেশি শোনা যাচ্ছে। এর মধ্যে বদরপুর দক্ষিন আওয়ামীলীগের সভাপতি, ফরিদ উদ্দিন তালুকদার, ২ নং ওয়ার্ড মেম্বার ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উত্তর যুবলীগের সম্পাদক আসাদ মেলকার , আওয়ামীলীগের উপজেলা কমিটির সদস্য সালাউদ্দিন কন্ট্রেকটার, বর্তমান চেয়ারম্যান আবু জাফর। এদের মধ্যে ফরিদ তারকদার ও আসাদ মেলকার ত্যাগী আওয়ামীলীগ অন্যদিকে সালাউদ্দিন কন্ট্রেকটার বর্তমান সরকারী দলে যোগ দিয়ে দলে ভাল অবস্থান করে নিয়েছে। অন্যদিকে বর্তমান চেয়ারম্যান আবু জাফরও মনোনয়ন পেতে জোড় চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এদিকে বদরপুরের সরকার দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন পেতে ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও বর্তমান উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিনের আর্শীবাদের উপর অনেকটা নির্ভর করছে বলে শুনা যাচ্ছে। তবে আগামী ৩/৪ দিনের মধ্যে লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ভোলা-৩, লালমোহন ও তজুমদ্দিনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বদরপুর ইউনিয়নের নৌকার পাল চারজনের যে কোন একজনের হাতে তুলে দেওযার সম্ভাবনা রয়েছে বলে ধারনা করা যাচ্ছে। এছাড়াও এ ইউনিয়নে উত্তর আওয়ামীলীগের সভাপতি হাজী গোলাম মোস্তফা, উত্তর যুবলীগের সভাপতি আলী আকবর সহ আরো অনেকে দলীয় মনোনয়ন চাচ্ছে। এ দুজনের মধ্যে থেকেও সবাইকে তাক লাগিয়ে কেউ নৌকার মনোনয়ন পেয়ে যেতে পারেন।