শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » ভোলার চরফ্যাশনে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ আহত-২৫
ভোলার চরফ্যাশনে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ আহত-২৫
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাশন সংবাদদাতা : ইউপি নির্বাচনকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে দুই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে চেয়ারম্য্যান বাজারে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন হাওলাদারের পক্ষে একটি কর্মী সভা চলছিল। এ সময় বিএনপি সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিন গ্রুপের ও বর্তমান ইউপি চেয়ারম্যান কামাল গ্রুপ ওই কর্মী সভার ওপর হামলা চালায়। আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন হাওলাদারের কর্মী-সমর্থকরাও পাল্টা হামলা চালায়। এতে শুরু হয় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ২৫ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত বাবুল-১, মোঃ বাবুল-২, বাবুল-৩, বেলাল, মনির, মহিউদ্দিন, শরিফ, জসিম, মাহবুবকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় ১২টি মোটরসাইকেল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন বলেন তার কর্মী সভায় সেলিম গ্রুপের কর্মী সমর্থকরা হামলা চালিয়েছে। এতে তার গ্রুপের ১০-১২ জন আহত হয়েছে। এ সময় তার ১২টি মোটরসাইকেল ভেঙে গুড়িয়ে দেয়। অপরদিকে সেলিম হাওলাদার দাবি করেন আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের কর্মী-সমর্থকরা তার কর্মী সমর্থকদের অপর হামলা চালায়। এতে তাদের ১০-১২ জন কর্মী আহত হয়। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
শষিভূষন থানার ওসি আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।