ভালোবাসা দিবসের অপেক্ষায়
লালমোহন বিডিনিউজ : দরজায় কড়া নাড়ছে ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন’স ডে। এ দিবস উপলক্ষে এ বছর রোববার (১৪ ফেব্রুয়ারি) পরিণত হবে উৎসবের দিনে। সৌন্দর্য আর ভালোবাসার প্রতীক লাল গোলাপ হাতে এ দিন প্রিয়জনকে ভালোবাসার কথা জানাবেন অনেকেই।
ভালোবাসা প্রকাশ করতে প্রিয়জনকে লাল, গোলাপি, সাদা, কালো, কমলা, পার্পল ও হলুদ গোলাপ উপহার দেয়া হয়। আর এ কারণেই বছরের অন্যান্য সময়ের চেয়ে ১৪ ফেব্রুয়ারি গোলাপের চাহিদা থাকে তুলনামূলক হারে অনেক বেশি। তাই শুধু প্রেমিক-প্রেমিকাই নন, এ দিনের অপেক্ষায় প্রহর গুণতে থাকেন গোলাপ চাষিরাও।
সারা বছর গোলাপ চাষে যে খরচ হয়, তা পুষিয়ে নিতে ভালোবাসা দিবসে তাই আগুন ঝরে গোলাপের দামে। ভালোবাসা দিবসকে সামনে রেখে তাই গোলাপ পরিচর্যাও বাড়িয়ে দিয়েছেন চাষিরা। সাভারের বিরুলিয়া আইঠর গ্রামের গোলাপ চাষি আব্দুল মজিদ। ধার-দেনা করে ৫ লাখ টাকায় আড়াই বিঘা জমি বর্গা নিয়ে গোলাপ চাষ করেছেন তিনি। বছর ধরে অপেক্ষা করেছেন তিনি ভালোবাসা দিবসের।
আব্দুল মজিদ সংবাদ মাধ্যমকে বলেন, আড়াই বিঘা জমি বর্গা নিয়া গোলাপ চাষ করছি। দুই লাখের উপরে ঋণ। দামে গোলাপ বিক্রি তাই বছর ধরে ভালোবাসা দিবসের অপেক্ষা। তবে প্রেমিক-প্রেমিকারা যে রেটে গোলাপ কেনে, তার অর্ধেকও আমাদের হাতে আহে না।
সুন্দর গোলাপ ফুল চাষ করতে অনেক ঘাম ঝরাতে হয় চাষিদের। কলম লাগানোর আগে জমির মাটি এক হাত গর্ত করতে হয়। এরপর জৈব সার দিয়ে কিছুদিন ফেলে রাখতে হয়। জৈব ও রাসায়নিক সার দিয়ে জমিতে গোলাপের চারা লাগানো হয়। প্রতিমাসে একবার করে আগাছা পরিষ্কার করতে হয় এ জমিতে। নিয়মিত সেচ ও পরিচর্যাও করতে হয়।
একটি গোলাপের কুড়ি ফুটে গেলে দু’দিন পর্যন্ত জমিতে রাখা যায় তা। এদিকে, ভালোবাসা দিবসে সরবরাহ বেশি রাখতে দিবসের আগেভাগে ফুল সংগ্রহ কমিয়ে দেন চাষীরা।