সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলার কুকরি মুকরিতে রক্ষা পেলো বিরল প্রজাতির তিলা-নাগ ঈগল পাখি ॥ উদ্ধারের পর বনে অবমুক্ত
ভোলার কুকরি মুকরিতে রক্ষা পেলো বিরল প্রজাতির তিলা-নাগ ঈগল পাখি ॥ উদ্ধারের পর বনে অবমুক্ত
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ সাগর মোহনার পর্যটন এলাকা কুকরি মুকরিতে গ্রামবাসীর হাতে থেকে রক্ষা করা হয়েছে বিরল প্রজাতির তিলা-নাগ ঈগল (ঈৎবংঃবফ ঝবৎঢ়বহঃ ঊধমষব) নামে একটি পাখি। জেলার চরফ্যাশন উপজেলার চর কুকরি মুকরি ইউনিয়নের শাহাবাজপুর এলাকার একদল গ্রামবাসি ঈগল পাখিটিকে পিটিয়ে হত্যা করার সময় এক দল পর্যটক ও সংবাদকর্মীরা দেখেতে পেয়ে উদ্ধার করে। শনিবার সন্ধ্যায় বন বিভাগের হস্তক্ষেপে ঈগলটিকে কুকরির গভীর বনে অবমুক্ত করা হয়েছে।
স্থানীয় সংবাদকর্মী অচিন্ত্য মজুমদার জানান, ভোলা শহর থেকে প্রায় দেরশ কিলোমিটার দূরে বঙ্গপসাগর মোহনায় তিনিসহ এক দল পর্যটক শনিবার বিকালে কুকরি মুকরির শাহাবাজপুর এলাকায় ঘুরতে গেলে একদল গ্রামবাসিকে একটি ঈগলকে লাঠি দিয়ে আঘাত করতে দেখতে পায়। এ সময় তিনি ও তার সাথে থাকা পর্যটক উত্তম, গোপাল, নয়ন এবং সঞ্জিব গ্রামবাসির কাছ থেকে পাখিটিকে উদ্ধার করে এবং স্থানীয় বন বিভাগ কার্যালয়ে খবর দেয়। পরে বনবিভাগের সহায়তায় ঈগলটিকে সন্ধ্যায় ট্রলারে করে কুকরির নারিকেল বাগান এলাকার গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।
এ ব্যাপারে ভোলা বন বিভাগের বন্যপ্রাণী ও জীব বৈচির্ত্য সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ঈগল এখন নাই বললেই চলে, তবে সংবাদকর্মীগন ঈগলটিকে উদ্ধার করে অবমুক্ত করেছেন তা খুবই ভালো হয়েছে। সকল সচেতন নাগরিকের এটা করা উচিত। তিনি বলেন, বন্যপ্রানী ধরা, নিধন ও বিক্রি
এব্যাপারে বাংলাদেশ বার্ড ক্লাবের সচিব ও পর্বত আরোহী এম.এ মুহিত জানান, ক্রেস্টেড সারপেন্ট ঈগল স্থানীয় প্রজাতির পাখি। পাখিটি কয়েক দশক আগেও দেশে যত্রতত্র দেখা যেত। বর্তমানে নির্দিষ্ট এলাকা ছাড়া খুব কম নজরে পড়ে। মূলত এরা হিংস্র শিকারি পাখি। ঠোঁট এবং পায়ের নখ তীক্ষè-ধারালো। অনেক উঁচু থেকে নিশানা ঠিক করতে পারে। প্রতিবছর আমরা পাখি গননার সময় তিলা-নাগঈগল কুকরির বনে দেখি। এর অর্থ হচ্ছে এরা কুকরিতে স্থায়ী ভাবে বসবাস ও প্রজনন করে। তাই এদেরকে রক্ষার জন্য বন বিভাগের পাশাপাশি সাধারন মানুষকেও সচেতন হতে হবে।
বন্যপ্রানী গবেষক ও পাখি রিংগার সামিউল মোহসেনিন সাংবাদিকদের বলেন, এটি মূলত তিলা-নাগঈগল। ইংরেজীতে “ক্রেস্টেড সারপেন্ট ঈগল” (ঈৎবংঃবফ ঝবৎঢ়বহঃ ঊধমষব) বলা হয়। এটা আমাদের দেশীয় পাখি। এদের গায়ে ছোট গোলাকার সাদা তিল থাকে। আর এরা সাপ শিকার করে খায় বলে এদেরকে বাংলায় তিলা-নাগ ঈগল বলা হয়।