সোমবার, ১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলার লালমোহনে চলতি রবি মৌসুমে সরিষার বাম্পার ফলন
ভোলার লালমোহনে চলতি রবি মৌসুমে সরিষার বাম্পার ফলন
লালমোহন বিডিনিউজ ,এম,আর পারভেজ /মোঃ জোবায়ের হোসেন লালমোহন : ভোলার লালমোহন উপজেলার প্রায় ৯০০ মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ মাত্রা নির্ধারন করা হয়েছে। গত মৌসুমে সরিষার বাম্পার পলন এবং বাজারে দাম ভালো পাওয়ায় এবার সরিষা চাষে ঝুকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চাষিরা । সরিষা চাষে উৎপাদন খরচ কম এবং অল্প সময়ে কম পরিচর্যায় সরিষা উৎপাদন করা যায়। তাছাড়া সরিষা থেকে নিজেদের ভোজ্য তেল ,খাদ্য ও জালানির চাহিদা পুরন হয় বলে কৃষকের কাছে সারিষা চষের কদর দিন দিন বাড়ছে। সেেরজমিনে গিয়ে কৃষকের কাছ থেকে জানা যায়, প্রতি গন্ডায় জমিতে সারের দাম বাড়তি হওয়ায় উৎপাদন খরচ হয় সর্বোচ্ছ ৮ থেকে ৯শ টাকা এর মধ্যে বিজের চেয়ে সারের দামেই বেশী। জাত ভেদে সরিষার পলন হওয়ায় ৪/৫ মণ । মাত্র ৫৫-৬০ দিনের মধ্যে সরিষা পাওয়া যায়। সরিষা তোলার পর একই জমিতে ইরি বোরোর আবাদ খুব সহজে করা যায় , ফলন ও হয় ভালো। কারন সরিষা গাছের ঝরে পরা পাতা থেকে জমিতে জৈব সারের চাহিদা পূরন হয় এবং জমির উর্ব শক্তি বৃদ্ধি পায়। কম খরচ এবং অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায় বলে উপজেলার কৃষকরা সরিষা চাষে উৎসাহি হয়ে উঠেছেন । উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসূমে সরিষা আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয় ৮৫০ হেক্টর জমিতে। এ ব্যাপারে উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুমন ও নাছিমূল ইসলাম সজিব এ তথ্য নিশ্চিত করেন।