সোমবার, ১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভ কামনায়
এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভ কামনায়
লালমোহন বিডিনিউজ : আজ সোমবার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এতে অংশ নেবে সাড়ে ১৬ লাখের বেশি শিক্ষার্থী, গত বছরের চেয়ে ১ লাখ ৭২ হাজার বেশি। এসএসসিতে ছাত্রের চেয়ে ছাত্রী বেশি ১৯ হাজার ২৬০ জন। সংখ্যায় এগিয়ে মেয়েরা, এ যে বড় অর্জন। তবে ছাত্র কেন কম, সেটা নিয়ে সংশ্লিষ্টদের ভাবতে হবে ।
পরীক্ষার্থীদের জন্য আমাদের পক্ষ থেকে শুভ কামনা। তারা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সেটা নিশ্চিত হবে, এটাই কাম্য। গত বছর অশান্ত রাজনৈতিক পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে হয়েছে। হরতাল-অবরোধের কারণে বারবার রদবদল করতে হয়েছে রুটিন। এবারের পরিস্থিতি ভিন্ন। আশা থাকবে, এমন পরিবেশ বজায় রাখায় সংশ্লিষ্ট সবাই ভূমিকা রাখবে।
এবার পরীক্ষা পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। এ বিষয়ে শিক্ষার্থীদের যথাযথভাবে অবগত করার দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকদের। এ কাজটি সঠিকভাবে না হলে ছাত্রছাত্রীদের ক্ষতি হবে। পরীক্ষায় নকলও অগ্রহণযোগ্য।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের একটি অংশের বিরুদ্ধে নকলে সহায়তার অভিযোগ উঠেছে। এটা বন্ধে শিক্ষা মন্ত্রণালয়, রাজনৈতিক নেতৃত্ব ও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে কঠোর অবস্থান গ্রহণ করতেই হবে। সবচেয়ে বেশি নজরদারি চাই প্রশ্নপত্র ফাঁস রোধে।
তবে, এটাও মনে রাখতে হবে, এ ব্যাচে পরীক্ষা দেওয়ার জন্য দুই বছর আগে যারা নবম শ্রেণিতে নাম নিবন্ধন করেছিল তাদের মধ্যে দুই লাখের বেশি নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি অথবা অন্য কারণে পরীক্ষায় অংশ নেয়নি। এ সংখ্যা আরও কমিয়ে আনা চাই এবং সে জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকেই দায়িত্ব নিতে হবে। আমরা চাই প্রাক-প্রাথমিকে ভর্তি হওয়া শতভাগ ছাত্রছাত্রীই মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে এবং নিজ নিজ মেধা অনুযায়ী ফললাভ করবে।