রবিবার, ৩১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | শিরোনাম | সর্বশেষ » নতুন ভোটার তালিকায় আরো ৪৪ লাখ ৩২ হাজার ৯২৭
নতুন ভোটার তালিকায় আরো ৪৪ লাখ ৩২ হাজার ৯২৭
লালমোহন বিডিনিউজ , সাইফ বাবলু ঢাকা : দেশে ভোটার তালিকা হালনাগাদের পর নতুন ভোটারদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।২০১৫ সালের হালনাগাদে নতুন ভোটার হয়েছেন ৪৪ লাখ ৩২ হাজার ৯২৭ জন।এদের মধ্যে পুরুষ ভোটার ২৩ লাখ ৩২ হাজার ৬৯৫ জন এবং নারী ভোটার ২১ লাখ ২৩২ জন।
রোববার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এসব নতুন ভোটারসহ বর্তমানে মোট ভোটার সংখ্যা ৯ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫৫৩ জন।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে মোট ভোটারের মধ্যে পুরুষ ৫০.৩২ শতাংশ এবং নারী ভোটার ৪৯.৫৮ শতাংশ। পুরুষ ভোটার সংখ্যা ৫ কোটি ৩ লাখ ২০ হাজার ৩৬২ জন এবং নারী ভোটার ৪ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ১৯১ জন।
আগের তালিকা থেকে ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ মৃত ভোটারের নাম কর্তন করা হয়েছে । এদের মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৭৯৯ জন এবং নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৭২ জন।
উল্লেখ্য, গত বছরের ২৫ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে নির্বাচন কমিশন।