
শনিবার, ৩০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন রমাগঞ্জ ও লডর্হাডিঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যন পদপ্রার্থীদের দৌড়
লালমোহন রমাগঞ্জ ও লডর্হাডিঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যন পদপ্রার্থীদের দৌড়
লালমোহন বিডিনিউজ ,এম,আর পারভেজ লালমোহন : ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ আসন্ন নির্বাচনে ইউনিয়নের হেভিওয়েট প্রার্থীরা আসছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়,উপজেলার স্বনামধন্য ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মেম্বার পদে এবার নতুন চমক অপেক্ষা করছে।একাধিক প্রার্থী প্রতিদ্বন্দিতার জন্য মাঠে আসছেন । ইতোমধ্যে এসব সম্ভাব্য প্রার্থীরা জনসাধারনের বিভিন্ন শালিশ বিচারের মাধ্যমে প্রচার প্রচারনের সুযোগ নিচ্ছেন। অনেকে ঈদের শুভেচ্ছা ও নতুন বছরের শুভেচ্ছার মাধ্যমে জনসাধারনের কাছে পরিচিত হওয়ার সুযোগ কাজে লাগাচ্ছেন। এ ইউনিয়নটি ১৯৭১ সালে গঠিত হওয়ার পর টানা ৪৪ বছর প্রায় বি এন পির সমর্থিত চেয়ারম্যানরাই সাশন করছেন । গত ২০১১সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বি,এন পি সমর্থিত বর্তমান চেয়ারম্যান মোঃজাকির হোসেন নির্বাচিত হলেও এবার আর তার সে সুযোগ আসছেনা । সে নির্বাচিত হওয়ার পর থেকে জনসাধারনের মন জয় করতে ব্যার্থ হওয়ায় জনগন এবার তার বিপরিত মুখী পদক্ষেপ নিচ্ছেন বলে জানান ঐ ইউনিয়নের সচেতন মহল। রমাগঞ্জের মাহেআলম,নুরুল ইসলাম ভান্ডারি,রায়ঁচাদের কামাল,নুরনবী,মিজান কর্তার হাটের ছালাম ,আলী আহমদ ,শাহজাহান,চরউমেদের আবুল হাসেম ,জসিম,কালাম,জামাল জানান,বর্তমান চেয়ারম্যান রায়ঁচাদ হাইস্কুলের প্রধান শিক্ষক তাকে আমরা কোন প্রয়োজনে কাছে পাইনা তাছারা তিনি সাধারন লোকের সাথে মিশতে চাননা তারমত এমন লোককে আসন্ন নির্বাচনে যেন দল থেকে প্রার্থী না করা হয়। এরই সুযোগে সাবেক চেয়ারম্যান ও বি,এন পির নেতা সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিনের ভাতিজা জাফর ইকবাল ও ওতপেতে আছেন এমনকি এই ইউনিয়নে তার ব্যাক্তিগত সমর্থন রয়েছে। আসন্ন নির্বাচনে এই ইউনিয়ন থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন সহ ৮ জন রাজনীতিবিদ প্রতিদ্বন্দিতায় আসছেন বলে জানা যায়। এদের মধ্যে বর্তমান সরকার দলীয় প্রার্থীই বেশী। মেম্বার পদে ও প্রতি ওয়াডে প্রায় হাফ ডজন প্রার্থীর নাম শুনা যায়। তবে সরকারি ও বিরোধী দলের মধ্যে চেয়ারম্যান পদের দিকেই টার্গেট সবার । এই ইউনিয়নের হেভিওয়েট সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, আ’লীগ থেকে বর্তমান ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিয়া, ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক ও রমাগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন ,উপজেলা আ’লীগ এর সদস্য রায়ঁচাদ
মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান হরজন আলী সিকদারের সুযোগ্য সন্তান সাংবাদিক আনোয়ার রাব্বী, ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি সাবেক ২ বার নির্বাচিত সফল চেয়ারম্যান আহসান উল্লাহ (সেলিম),ইউনিয়ন যুবলীগ সভাপতি রিয়াজ উদ্দিন চৌধুরি ,বি,এন পি থেকে বর্তমান চেয়ারম্যান মোঃ জাকির হোসেন,সাবেক চেয়ারম্যান জাফর ইকবাল, জিয়ামঞ্ছ কেন্দ্রিয় কমিটির নির্বাহি সদস্য ও ঢাকা¯’ লালমোহন জাতীয়তাবাদী ফোরামের যুগ্ন সম্পাদক মোঃ খায়রুল হাসান কাঞ্চন মিয়া,এবং ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ তোফায়েল আহমদের নাম শুনা যাচ্ছে।তবে এসব প্রার্থীরা কেন্দ্রিয় কমিটি উপজেলা কমিটি ও এমপি মহাদয়ের কাছে ঘুরছে নমিনেশন পাওয়ার জন্য।অপর দিকে লর্ডহার্ডিজ্ঞ ইউনিয়নে আ’লীগ এর একাধিক প্রার্থীর থাকলেও বি,এন পির একক প্রার্থীর নাম শুনা যাচ্ছে। আ’লীগ থেকে বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মিয়া, লর্ডহার্ডিজ্ঞ ইউনিয়নে আ’লীগ সাধারন সম্পাদক প্রফেসর আবদুল বাছেত মিয়া ,উপজেলা আ’লীগ বন ও পরিবেশ সম্পাদক মোঃ জসিম উদ্দিন,বি,এন পি থেকে বি,এন পির কেন্দ্রিয় নেতা ও সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিনের ভাতিজা আলহাজ্ব মাওঃ মোসলেহ উদ্দিন আহমদের নাম শুনা যায়, তার ব্যাক্তিগত জনসমর্থনের কারনে নমিনেসন তিনি পেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।