শনিবার, ৩০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলা আইনজীবি সমিতির নির্বাচন সম্পর্ন সভাপতি এ্যাড. মহিবউল্যাহ, সম্পাদক এ্যাড.ফিরোজ
ভোলা আইনজীবি সমিতির নির্বাচন সম্পর্ন সভাপতি এ্যাড. মহিবউল্যাহ, সম্পাদক এ্যাড.ফিরোজ
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি :ভোলা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০১৬ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ ভোট গ্রহণ করা হয়। গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭ টায় ফলফল ঘোষণা করা হয়। এতে আওয়ামীলীগ মনোনীত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের ব্যানারে সভাপতি সহ ৮ টি পদে বিজয়ী এবং বিএনপি সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদক সহ ৫ টি পদে বিজয়ী হয়েছেন। সভাপতি পদে এ্যাডভোকেট মহিবউল্যাহ মিঞা ৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এ্যাডভোকেট জহিরুল ইসলাম খুশবু ৬৭ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট ফিরোজ কিবরিয়া ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি এ্যাডভোকেট হুমায়ুন কবির পেয়েছেন ৪৬ ভোট। সহ সভাপতি পদে এ্যাডভোকেট মো. ইউসুফ আহমেদ ও এ্যাডভোকেট শাহাজান মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট এ এম সোয়েব হোসেন ও এ্যাডভোকেট ড. আমিরুল ইসলাম বাছেত, অর্থ সম্পাদক এ্যাডভোকেট মাহবুবুল হক লিটু, পাঠাগার সম্পাদক এ্যাডভোকেট গৌরাঙ্গ ঘোষ ও এ্যাডভোকেট ইফতারুল হাসান শরিফ, ধর্ম ও ক্রিয়া সম্পাদক এ্যাডভোকেট বশির উদ্দিন ও সদস্য পদে এ্যাডভোকেট শংকর গাঙ্গুলী, এ্যাডভোকেট মাহবুবুল ইসলাম ও এ্যাডভোকেট আবুল কসেম নির্বাচিত হয়েছেন। ২০১৬ সালের জন্য ১ বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদের কমিটি নির্বাচিত করেন বার সদস্যরা।