শনিবার, ৩০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » এসএসসি-সমমানের পরীক্ষা শুরু সোমবার
এসএসসি-সমমানের পরীক্ষা শুরু সোমবার
লালমোহন বিডিনিউজ , রাশেল সিকদার ঢাকা : আগামী ১ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
শনিবার বেলা সোয়া ১১টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই তথ্য জানান।
মন্ত্রী জানান, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী।
তিনি জানান, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন। এর মধ্যে এসএসসিতে ১৩ লাখ চার হাজার ২৭৪জন, দাখিলে দুই লাখ ৪৮ হাজার ৮৬৫জন এবং ভোকেশনালে ৯৮ হাজার ৩৮৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। এরমধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র এবং ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী।