শনিবার, ৩০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর
প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর
লালমোহন বিডিনিউজ ,সোহেল ঢাকা : আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় মন্ত্রী প্রশ্নফাঁস ঠেকাতে সংশ্লিষ্টদের আরো কঠোর হওয়ার নির্দেশ দেন। এবার ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘সামাজিক মাধ্যমে এটা ব্যাপকভাবে প্রচার হয়েছে। নানাজন নানারকম বিভ্রান্তি সৃষ্টির জন্য এগুলো করে। কেউ ব্যবসার জন্য করে আর কেউ সরকারের বিরুদ্ধে অপ্রচারের জন্য করে, আবার কেউ মজা করার জন্য করে।’
তিনি বলেন, ‘এগুলো যে কারণেই করুক এটা অন্যায়, অপরাধ। এগুলো বিটিআরসি দেখছে। তারা ব্যবস্থা গ্রহণ করবে। তাই আমি আশা করি প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা এবার একেবারেই নেই।’