শুক্রবার, ২৯ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় ইকোফিশ প্রকল্পের কমিউনিটি প্রোফাইল’র তথ্য যাচাই সভা অনুষ্ঠিত
মনপুরায় ইকোফিশ প্রকল্পের কমিউনিটি প্রোফাইল’র তথ্য যাচাই সভা অনুষ্ঠিত
লালমোহন বিডিনিউজ ,মনপুরা(ভোলা) প্রতিনিধি :ভোলার মনপুরায় কোস্ট ট্রাস্টের অধীনে পরিচালিত এনহান্সড কোস্টাল ফিশারিজ(ইকোফিশ) প্রকল্পের উদ্যোগে কমিউনিটি প্রোফাইল এর তথ্য যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৯ টায় হাজীর হাট ইউনিয়নের দাশের হাট গ্রামের বাসেদ মাঝির বাড়ির উঠোনে এই সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন হাজীর হাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল শহিদ মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ’র রিসার্চ এ্যাসিসটেন্ট অঙ্কুর মোহাম্মদ ইমতিয়াজ ও রাজিব ঘোষ।
সভায় নদীতে সকল ধরনের অবৈধ জালের ব্যবহার না করা, নদীতে মা ইলিশ ও ঝাটকা রক্ষার জন্য সকলে জেলেদের বুঝাবেন এবং ঝাটকা সংরক্ষন আইন নিজেরা মেনে চলবেন বলে আশ্বাস প্রদান করেন। এবং ৬ নং ওয়ার্ডকে এই প্রকল্পের কার্জ এলাকার আওতায় আনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় ইকোফিশ প্রকল্প, কোষ্ট ট্রাস্ট এবং কমিউনিটি প্রোফাইলিংয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্য সমূহে বিস্তারিত বক্তব্য প্রদান করেন, ইকোফিশ প্রকল্পের ব্যবস্থাপক (কারিগরি সহায়তা) মোঃ সামিরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।