
বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » নতুন স্কেলে বেতন হাতে পাননি ৯০ ভাগ প্রাথমিক শিক্ষক
নতুন স্কেলে বেতন হাতে পাননি ৯০ ভাগ প্রাথমিক শিক্ষক
লালমোহন বিডিনিউজ , সোহেল ঢাকা :সরকারঘোষিত সময় পার হলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতকরা প্রায় ৯০ জন শিক্ষক নতুন স্কেলে বেতন হাতে পাননি। উপজেলা শিক্ষা কর্মকর্তাদের গাফিলতি, ঘুষ খাওয়ার মানসিকতা ও অবহেলাই এর জন্য দায়ী মনে করেন প্রাথমিক শিক্ষকরা।
সরকারি প্রাইমারি স্কুলে মোট শিক্ষক সংখ্যা প্রায় ৪ লাখ।
বৃহস্পতিবার ঢাকায় একান্ত আলাপকালে প্রাথমিক শিক্ষা অধিকার সুরক্ষা ফোরামের আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান ও শিক্ষক নেতা গোলাম মোস্তফা বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে ৫ মাসের বকেয়াসহ নতুন স্কেলে জানুয়ারি মাসের শুরুতে হাতে পাওয়ার কথা ছিল। কিন্তু জানুয়ারি পার হয়ে ফেব্রুয়ারি মাসের শুরুতেও নতুন বেতন হাতে পাওয়ার কোনও লক্ষণ দেখছেন না ভুক্তভোগী শিক্ষকরা।
শিক্ষক নেতৃবৃন্দ বলেন, ঢাকা মহানগরীর ক্যান্টনমেন্ট ও মতিঝিল থানা ছাড়া সকল থানা, পীরগঞ্জের সকল উপজেলা, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ও চাঁদপুরের একটি বাদে অন্যসব উপজেলায় কেউ নতুন স্কেলে বেতন পাননি এবং ফেব্রুয়ারির শুরুতেও হাতে পাচ্ছেন না। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়ও একই অবস্থা।
তারা আরও বলেন, ঠাকুরগাঁও সদরের উপজেলা শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী সরকারের বিরুদ্ধে রয়েছে শিক্ষকদের প্রতি অবহেলার ও উদাসীনতার অভিযোগ। কিছু শিক্ষকদের স্কুল বাদ দিয়ে উপজেলা শিক্ষা অফিসে ডেকে এনে বসিয়ে রাখেন ধান্দাবাজির জন্য।
নতুন সরকারি হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পুরোনো টাইমস্কেল ও উন্নীত স্কেল ও নতুন জাতীয় স্কেলে বেতন নির্ধারন করতে চাঁদা আদায়ের জন্য দু একজন শিক্ষকে দায়িত্ব দিয়েছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে।
প্রধানমন্ত্রী কর্তৃক ২০১৪ খ্রিস্টাব্দের ৯ মার্চে ঘোষিত বেতন স্কেলের ‘ফিক্সেশন’ অধিকাংশ প্রধান শিক্ষক পাননি বলে জানান শিক্ষকনেতা সিদ্দিকুর রহমান।
কতিপয় কর্মকর্তা কর্তৃক শিক্ষকদের প্রতি অমানবিক আচরণের প্রতিবাদ জানাতে সহায়তা চেয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ।