
বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ
বোরহানউদ্দিনে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ
লালমোহন বিডিনিউজ, বোরহান উদ্দিন সংবাদদাতা : এবার যৌতুকের নেশায় ভোলার বোরহানউদ্দিনে এক সন্তানের জননী গৃহবধু শারমিনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনার পর লাশটি ঘরের খাটে পড়ে থাকলেও ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে নিহতের ঘরের ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে রেখেছে। এরপর পরিবারের লোকের নাটকীয় ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে মরদেহের শরিরে দেখতে পায় ক্ষত-বিক্ষত চিহৃ। ঘটনার পর পরই পুলিশ নিহত শারমিনের শ্বশুর আওলাদ হোসেনকে গ্রেপ্তার করলেও বাকিরা রয়েছে ধরা-ছোয়ার বাহিরে।
নিহত শারমিনের পরিবার জানায়, তিন বছর আগে তাদের একমাত্র কন্যা শারমিন শিলার সাথে বিয়ে হয় পাশের উপজেলা বোরহানউদ্দিনের দালাল বাজার এলাকার চেয়ারম্যান বাড়ির আওলাদ হোসেনের ছেলে তারেকের সাথে। বিয়ের মাস খানেক যেতে না যেতেই যৌতুকের নেশায় শারমিনের উপর শুরু হয় স্বামী ও শ্বশুর-শাশুরীর মানসিক ও শারিরিক নির্যাতন। মেয়ের সুখের জন্য তার পরিবারের পক্ষ থেকে স্বর্ণ অলংকার ছাড়াও ধার-দেনা করে ৩লাখ টাকা দিয়েও নির্যাতন বন্ধ করতে পারেনি। নতুন করে পাঁচ লাখ টাকার জন্য ২৫ জানুয়ারী সোমবার দুপুরে যৌতুক লোভী স্বামী তারেকের বাবা আওলাদ ও মা শিরিন বেগমসহ পরিবারের সকলে শারমিনের উপর উপর্যপুরি নির্যাতন করে তাকে মেরে ফেলে।
শারমিনের মা মাইনুর বেগম জানান, মেয়ের সুখের জন্য আমি এর আগে তারেকের বাবা আওলাদকে তিন লাখ টাকা দিয়েও মেয়েকে ওদের নির্যাতন থেকে রক্ষা করতে পারিনি। শেষ পর্যন্ত তারা যৌতুকের জন্য আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি এই হত্যাকারীদের ফাঁসি চাই।
এব্যাপারে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণরায় চৌধুরী জানান, আমরা ঘটনার পর ঘটস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহালে আত্বহত্যার কোন চিহৃ না পেয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর আওলাদ হোসেনকে আটক করি। তবে ময়না তদন্তের রিপোর্ট সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।