সোমবার, ২৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলা বাল্য বিবাহ মুক্ত করার প্রত্যয়ে সভা অনুষ্ঠিত
ভোলা বাল্য বিবাহ মুক্ত করার প্রত্যয়ে সভা অনুষ্ঠিত
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি: ভোলার ধনিয়া ইউনিয়ানকে বাল্য বিবাহ মুক্ত করার প্রত্যয় নিয়ে কিশোরী ক্লাবের সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে ইউনিয়ানের ৪ নং ওয়র্ডের মাঝি বাড়ীতে শাপলা কিশোরী দলের সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহযোগীতায় কোস্ট ট্রাস্ট সিফরডি প্রকল্পের আয়োজনে এই কিশোরী সভা অনুষ্ঠিত হয়। এসময় কিশোররা নিজেদেরকে বাল্য বিবাহ মুক্ত রাখার পাশাপাশি ধনিয়া ইউনিয়ানের কিশোরীদের বাল্য বিবাহর হাত থেকে রক্ষার প্রত্যয় বক্ত করেন।
এসময় তারা বলেন বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। এর ফলে মাতৃ মিত্যু ও শিশু মৃত্যু হার বৃদ্ধি পাচ্ছে। স্কুল থেকে শিশুরা ঝড়ে পরছে। এছাড়াও শিশু বিবাহ পরিবার দেশ, সমাজ ও জাতির জন্য অভিশাপ। কোন অবস্থাতেই মেয়েদের ১৮ বছর আগে এবং ছেলেদের ২১ বছর আগে বিয়ে দেয়া যাবে না।আর কেউ যদি বিবাহের ব্যবস্থা করে থাকে তার শিশু বিবাহ আইনে তার শাস্তি পেতে হবে। এর জন্য আমাদের সকল কিশোরীকে ঐক্যবদ্ধ ভাবে বাল্য বিবাহ কে ‘না’বলতে হবে। এসময় আলোচনায় অংশ নেয় ধনিয়া ইউনিয়ান সম্মনয়কারী আদিল হোসেন তপু, ওয়ার্ড প্রমোটর ইয়ানুর বেগম, কিশোর প্রতিনিধি শান্ত, কিশোরী প্রতিনিধি- লিমা, লামিয়া সহ আরো অনেকে। এসময় প্রায় ৪০ জন কিশোরী সদস্য উপস্থিত ছিলেন। পরে ক্লাবের সদস্যদের জন্য ইউনিসেফের কিটস সামগ্রী হস্তান্তর করা হয়।