বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » বিবিধ | শিরোনাম | সর্বশেষ » পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ সঙ্গীতশিল্পী মিনার
পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ সঙ্গীতশিল্পী মিনার
লালমোহন বিডিনিউজ, সাইফবাবলু ঢাকা : পুলিশের বিশেষ তদন্ত শাখার (সিআইডি) এক পরিদর্শকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন সাবিহা রহমান মিনা নামে সঙ্গীতশিল্পী। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্রাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সাবিহা রহমান মিনা জানান, ৯ বছর আগে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করতে গিয়ে তৎকালীন উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলামের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর মামলার তদন্তের কথা বলে এবং বিভিন্ন ছল চাতুরির মাধ্যমে বাড়িতে এসে জোরপূর্বক যৌন হয়রানির চেষ্টা চালান ফখরুল। ফখরুলের অনৈতিক প্রস্তাবে সাড়া না দিলে প্রাণনাশের হুমকি দেন তিনি।
এরপর মোহাম্মদপুর থানা থেকে পদোন্নতি পেয়ে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে চলে যান ওই কর্মকর্তা। এরপরও তিনি মোবাইল ফোনে নানাভাবে তাঁকে অনৈতিক প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ করেন সাবিহা রহমান মিনা।
সর্বশেষ এই বিষয়ে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করার পর ফখরুল ইসলাম তাঁকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন সঙ্গীতশিল্পী মিনা।