বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মামলায় পরাজিত হয়ে সম্পত্তি ভোগদখলের পায়তারা!
লালমোহনে মামলায় পরাজিত হয়ে সম্পত্তি ভোগদখলের পায়তারা!
লালমোহন বিডিনিউজ,লালমোহন প্রতিনিধি: লালমোহনে মামলায় দুইবার পরাজিত হয়েও সম্পত্তি ভোগ দখল করতে নতুন ফন্দি ফিকির আকার কৌশল নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরাজিত পক্ষের। অভিযোগ সুত্রে জানাযায় রায়রাবাদ মৌজায় প্রায় ৫ একর সম্পত্তি নিয়ে আলমগীর হোসেন নেফুলের সাথে রজ্জব আলী হাওলাদার বাড়ীর আজগর আলীর সাথে আদালতে মামলা চলছিল। আদালতে আজগর আলী গং ভুয়া ডিগ্রী হাসিল করলে এই ডিগ্রীর বিরুদ্বে নেফুল মিয়া ৯৫/৮ মকদ্দমা করে দ্বোতরফা সুত্রে রায় পায়। পরবর্তীতে আজগর আলী গং রায়ের বিরুদ্বে ভোলা জজ আদালতে ৭৪/১১ আপীল করে । গত ৫/১/১৬ তারিখে ভোলা জজ আদালতে দ্বোতরফা সুত্রে তাদের আপিল না মঞ্জুর করে। আদালত থেকে পরাজিত হয়ে বিরোধী পক্ষ সম্পত্তি ভোগ দখলের পায়তারা হিসেবে নতুন নাটক সাজিয়ে তার মেয়ে রেশমাকে কোন ঘটনা ছাড়াই হাসপাতালে ভর্তি করে। ধারনা করা হয় নেফুলকে হয়রানী করা সহ জমি ভোগ দখল টিকিয়ে রাখতে এই নয়া কৌশল বাস্তবায়নের মিশন চালাচ্ছে আজগর আলী। এব্যাপারে নেফুল বলেন, আমাদের সাথে আজগর আলী অথবা তার মেয়ে রেশমার কোন প্রকার বিরোধ হয়নি। তারা আমার সম্পত্তি জোর পূর্বক ভাবে ভোগ দখল টিকিয়ে রাখতে ও আদালতের নির্দেশে আমি যাতে আমার সম্পত্তি দখল করতে না পারি তার অপকৌশল হিসেবে তার মেয়েকে হাসপাতালে ভর্তি করে আমাকে হয়রানি করার মতলব এটেছে। এছাড়াও তারা আমার বিরুদ্বে প্রায় ১০/ ১২ বছর পর্যন্ত বিভিন্ন ভাবে হযরানী মূলক মিথ্যা মামলা করেছে। জ¦াল দলিল পত্র ও ভুয়া ওয়ারেন্ট তৈরি করে মানুষকে হয়রানি করাই তাদের নেশা ও পেশা । অন্যদিকে রেশমার মা বলেন গত মঙ্গরবার সকাল ৭ টায় নেফুল সহ তার ভাই কামাল, রাছেল ও অলি হাওলাদার তার মেয়ে রেশমার উপর অতর্কিত হামলা করে। ঘটনার প্রতক্ষ্যদর্শী হিসেবে রেশমার মা ফারুক মাষ্টার, তারেক মিঝি সহ যাদের নাম উল্লেখ্য করেছেন, তাদের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে এধরনের ঘটনা সম্পর্কে তারা জানেন না বলে প্রতিবেদককে জানিয়েছেন।